• ঢাকা
  • শুক্রবার, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ; ১৮ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন অ্যারন ফিঞ্চ


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ০৭ ফেরুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০:৫৩ এএম;
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন অ্যারন ফিঞ্চ
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন অ্যারন ফিঞ্চ

ব্যাট হাতে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চের। গত বছরের শেষ দিকে বিদায় বলেছেন ওয়ানডে ক্রিকেটকে। নিউজিল্যান্ডের বিপক্ষে নিজের ক্যারিয়ারের শেষ একদিনের ম্যাচ খেলেছিলেন তিনি। .

অবশেষে আজ মঙ্গলবার নিজের দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানলেন এই ডানহাতি ওপেনার। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ফিঞ্চ। সেই সাথে অস্ট্রেলিয়ার জার্সিতে নিজের পথচলা শেষ করলেন অজি একমাত্র টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো অধিনায়ক। .

ফিঞ্চ বলেন, ২০২৪ বিশ্বকাপ পর্যন্ত আমি খেলতে পারব না। তাই এখনই দলের প্রয়োজনে সরে দাঁড়াচ্ছি, যাতে করে ভবিষ্যৎ পরিকল্পনাতে অস্ট্রেলিয়ার সুবিধা হয়। .

অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক এই ওপেনার। ৩৪.২৮ গড়ে ৩১২০ রান করেছেন ফিঞ্চ। টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরটাও এই মারকুটে ব্যাটারের দখলে। ফিঞ্চের ১৭২ রান, এক ইনিংসের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। বিদায়কালে ফিঞ্চ তার দেশের ক্রিকেট বোর্ড, সতীর্থ, ভিক্টোরিয়া ক্রিকেট ও তার স্ত্রী এমিকে ধন্যবাদ জানিয়েছেন। .

তবে ঘরোয়া ক্রিকেটসহ ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলে যাবেন বলে জানান ফিঞ্চ।.

.

ডে-নাইট-নিউজ /

খেলাধুলা বিভাগের জনপ্রিয় সংবাদ