প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেছেন, দেশের সবচেয়ে বড় শত্রু মাদক। আর এই মাদকে আসক্ত হচ্ছে যুব সমাজ। মাদককে প্রতিরোধ করতে পারে খেলাধূলার বিকল্প নেই। ছোট্ট শিশু থেকেই যদি কেউ ক্রীড়া সাংস্কৃতিক মনোজ্ঞ হতে পারে তবে সে বড় হয়ে মাদককে স্পর্শ করবে না। বরং সেই-ই মাদককে প্রতিহত করবে। তাই ছোট থেকেই সন্তানদেরকে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতি প্রেমি গড়ে তুলতে হবে। তবেই এ সমাজ আগামীতে মাদক মুক্ত সমাজ হবে। .
গত শুক্রবার বিকাল ৫টায় ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে আয়োজিত মোস্তাফিজুর রহমান ফুটবল একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপরোক্ত কথা বলেছেন তিনি।
মোস্তাফিজুর রহমান ফুটবল একাডেমির সভাপতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুলের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা ও পৌর আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক তরিকুজ্জামান শুভর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন, ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ মো. আসাদুজ্জামান, থানার অফিসার ইনচার্জ আশ্রাফুল ইসলাম প্রমুখ। .
পরে মনোজ্ঞ আদিবাসী নৃত্যসহ আনুষ্ঠানিকভাবে কেক কাটার মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। শেষে ফুলবাড়ী আদিবাসী ফুটবল একাদশ বনাম ফুলবাড়ী বাঙালি ফুটবল একাদশের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ১০ টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যান্ড-বাজনা নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা পৌরশহর প্রদক্ষিণ করে।
.
.
ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
আপনার মতামত লিখুন: