সখিপুর উপজেলা প্রতিনিধি: ইভটিজিং এর প্রতিবাদ করার কারণে মেয়ের মা রাশেদা খাতুন সহ তার পরিবারকে পিটিয়ে আহত করেছেন সাইফুল ও তাহার পরিবার এবং কিছু সন্ত্রাসী ব্যক্তি। টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার ১ নং কাকরাজান ইউনিয়নের বুড়িচালা গ্রামে এ ঘটনা ঘটে। রাশেদা খাতুন এর অবস্থা অত্যাধিক খারাপ বিদায় তাকে ময়মনসিং মেডিকেল কলেজে রেফার্ড করা হয়েছে। খোঁজ নিয়ে জানা যায় , আহত রাশেদা বেগমের মেয়ে সোমা পার্শ্ববর্তী মাহমুদনগর মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী। সে মাদ্রাসায় যাওয়ার সময় সাইফুল( ১৭) পিতা মোঃ সবুর আলী সোমাকে প্রায়ই নানাভাবে উত্ত্যক্ত করত । তাহার পথ রোধ করে বিভিন্ন অশালীন প্রস্তাব দিত। রাস্তা দিয়ে যাওয়ার সময় সাইফুল রাস্তা অবরোধ করত। রাস্তার পাশে গাছে উঠে তাহার ছবি উটাতো। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সোমাকে নিয়ে নানা অশালীন মন্তব্য করতো এবং সাইফুল তাহার ফেসবুক প্রোফাইলে সাইফুল প্লাস সোমা( মেয়ের) নাম লিখে বিভিন্ন ধরনের অশালীন মন্তব্য পোস্ট করতো। এ বিষয়ের সোমা তাহার বাবা-মাকে জানালে মেয়ের বাবা-মা এলাকার মাতাব্বরদের জানায় । মাতাব্বরগণ এ বিষয়ে সাইফুল ও তাহার পরিবারবর্গকে জানালে সাইফুল আরো ক্ষিপ্ত হয়ে উঠে সোমার মা ভয় পেয়ে সোমাকে নানার বাড়ি পাঠিয়ে দেন।.
এতে সাইফুল আরো অধিক ক্ষিপ্ত হয়ে ফেসবুকে বিভিন্ন ধরনের আপত্তিকর পোস্ট করতে থাকে। এ নিয়ে সোমার ভাই রাসেল প্রতিবাদ করলে অদ্য ২২-১- ২০২৩ ইং আনুমানিক রাত আটটার দিকে সাইফুল তাহার বাবা-মা ভাই-বোন এবং কিছু সন্ত্রাসী বাহিনী নিয়ে লাঠি সোটা দা বললমসহ রাসেলদের বাড়ি আক্রমণ করে। এলোপাথাড়ি লাঠির বাড়ি ও দা দিয়ে কূপের কারণে রাসেলের মা রাশেদা বেগম গুরুতর আহত হন। বাড়িতে চিৎকার ও কান্নাকাটির আওয়াজ পেয়ে আশেপাশের লোকজন এগিয়ে আসলে সাইফুল ও তাহার সন্ত্রাসী বাহিনী নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে চলে যায়। আশেপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে প্রথমে সখীপুর থানা এবং পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ জরুরি বিভাগে চিকিৎসার জন্য নিয়ে আসে। আহত রাশেদা বেগমের অবস্থা অত্যাধিক খারাপ বিদায় জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক রাশেদা খাতুনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে রেফার্ড করেন। এ বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ রেজাউল করিম বলেন, বাদী থানায় অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এর ব্যবস্থা নেওয়া হবে।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: