• ঢাকা
  • শনিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

মাকে বেঁধে রেখে তরুণীকে ধর্ষণের ঘটনায় দুই আসামি গ্রেফতার


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৪:৩৩ পিএম;
মাকে বেঁধে রেখে,  তরুণীকে ধর্ষণের,  ঘটনায় দুই আসামি গ্রেফতার
মাকে বেঁধে রেখে তরুণীকে ধর্ষণের ঘটনায় দুই আসামি গ্রেফতার

লক্ষ্মীপুরের কমলনগরে ফিল্মি স্টাইলে মাকে বেঁধে রেখে এক তরুণীকে ধর্ষণের ঘটনায় মামলা দায়ের হয়েছে।  গতকাল বুধবার রাতে ভুক্তভোগী ওই তরুণীর বাবা সামছুল আলম বাদী হয়ে কমলনগর থানায় একটি ধর্ষণ  মামলা দায়ের করেন।  এরপর পুলিশ রাতভর অভিযান চালিয়ে অভিযুক্ত দুই আসামিকে গ্রেফতার করেন। কমলনগর থানার ওসি তহিদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।.

 .

গ্রেফতারকৃতরা হলেন, ওই এলাকার ইব্রাহীমের ছেলে মো. আশ্রাফ (২২) ও শাহজাহানের ছেলে মো. রনি (২১) । উল্লেখ্য :গত ৯ ডিসেম্বর রাতে উপজেলার চরকাদিরা ইউনিয়নের বটতলী এলাকায় গভীর রাতে ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে মায়ের হাত-মুখ বেঁধে পাশের একটি কক্ষে তার তরুণী মেয়েকে ধর্ষণ করা হয়। এসময় রনি নামের এক যুবককে চিনতে পারেন ভুক্তভোগী তরুণীর মা।.

 .

 .

পরবর্তী এলাকার প্রভাবশালী একটি মহল অভিযুক্তদের পক্ষ নিয়ে বিষয়টিকে ধামাচাপা দিতে একসপ্তাহ ধরে কালক্ষেপণ করেন। অবশেষে ঘটনার ৮দিন পর এ নিয়ে যোগাযোগ প্রতিদিনে একটি তথ্যবহুল প্রতিবেদন প্রকাশ করা হয়। এরই প্রেক্ষিতে বুধবার রাতে পুলিশ তরুণীর বাবার দায়েরকৃত  ধর্ষণের মামলা থানায় রেকর্ড করেন। মামলা রেকর্ড হওয়ার পর পুলিশ ঘটনার সঙ্গে জড়িত  রনি ও আশ্রাফকে গ্রেফতার করেন।.

 .

 .

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তহিদুল ইসলাম জানান, ভুক্তভোগীর বাবা বাদি হয়ে  মামলা দায়ের করেছেন । পুলিশ তল্লাশি চালিয়ে ইতোমধ্যে দুজনকে গ্রেফতার করেছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।.

.

ডে-নাইট-নিউজ / মোঃ নুর হোসেন,কমলনগর প্রতিনিধি

নারী ও শিশু বিভাগের জনপ্রিয় সংবাদ