লক্ষ্মীপুরের কমলনগরে ব্রিজ না থাকায় দুই গ্রামের মানুষের কষ্ট সিমাহীন। উপজেলার চর মাটিন ইউনিয়নের ৮নং ওয়ার্ডে অবস্থিত বাত্তিরখালের উপর ব্রীজ না থাকায় পারাপারে কষ্ট পোহাতে হচ্ছে ইউনিয়নের দালাগো সমাজের প্রায় ৫শত পরিবারের। .
বর্ষায় চলাচল করতে অসুবিধা হলেই স্থানীয়রা নিজ খরছে বাঁশের সাকু নির্মাণ করে, যা কিছু দিন না যেতেই ভেঙে পড়ে। চলাচলে সু-ব্যবস্থা না থাকায় শিক্ষা ও উনয়নের দিক থেকে পিছিয়ে পড়ছে গ্রামটি। ৪নং চর মাটিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ আলির কাছে জানতে চাইলে তিনি বলেন, কোন রকম বরাদ্দ না থাকায় ব্রীজের কাজ করা সম্ভব হয়নি।. .
ডে-নাইট-নিউজ / কমলনগর প্রতিনিধিঃ
আপনার মতামত লিখুন: