• ঢাকা
  • শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

কোরআন অবমাননা-মন্দির ভাংচুর বন্ধে আইন প্রণোয়নের দাবি নতুনধারার  


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১ খ্রিস্টাব্দ, ০১:৫৩ পিএম;
কোরআন অবমাননা-মন্দির ভাংচুর বন্ধে আইন প্রণোয়নের দাবি নতুনধারার   
কোরআন অবমাননা-মন্দির ভাংচুর বন্ধে আইন প্রণোয়নের দাবি নতুনধারার  

কোরআন অবমাননা-মন্দির ভাংচুর বন্ধে নতুনধারার আইন প্রণোয়নের দাবিতে বিবৃতি দিয়েছেন চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, বীর মু্িক্তযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক গোলাম ওয়াজেদ সরকার রানা প্রমুখ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, সুনির্ধারিত আইন না থাকায় কোরআন অবমাননা, মন্দির ভাংচুর, পীর-মুরিদী ব্যবসাসহ বিভিন্নভাবে বাংলাদেশে অপরাধী-দুর্নীতিবাজরা ধর্ম অবমাননা করার সাহস পাচ্ছে। এমতবস্থায় আইনমন্ত্রী ধর্ম অবমাননা, ধর্মবব্যবসা বন্ধে আইন করতে ব্যর্থ হলে তাঁর পদত্যাগ করা উচিৎ। একই সাথে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকেও অনতিবিলম্বে অবসারণ করা প্রয়োজন বলে আমরা মনে করি। একই সাথে প্রধানমন্ত্রীর মদীনা সনদ অনুযায়ী দেশ পরিচালনা ও অসাম্প্রদায়িক দেশ গড়ার স্ববিরোধী অবস্থানও জাতিকে দ্বিধাবিভক্ত করেছে বলে বিবৃতিতে উল্লেখ করেন।  .

.

ডে-নাইট-নিউজ /

অন্যান্য বিভাগের জনপ্রিয় সংবাদ