• ঢাকা
  • রবিবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ঝিনাইদহে আমার বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ রোপন


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১ খ্রিস্টাব্দ, ০৫:২৩ পিএম;
ঝিনাইদহে আমার বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ রোপন
আমার বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ রোপন

আজকের স্বপ্ন, আগামীকালের চারা গাছ এই শ্লোগানকে প্রতিপাদ্য করে ঝিনাইদহের বংকিরা গ্রামে সেচ্ছা শ্রমের ভিত্তিতে বৃক্ষ রোপন কর্মসুচি পালিত হয়। গতকাল এ কর্মসুচির উদ্বোধন করেন আমার বাংলাদেশ ফাউন্ডেশনের ইউনিট প্রধান সিনিয়র সাংবাদিক আসিফ কাজল। গ্রামের পরিত্যাক্ত ভাগাড়, গোরস্থান ও রাস্তার পাশে ফলজ ও বনজ প্রজাতির বৃক্ষ রোপনের মধ্য দিয়ে সুচিত হয় গ্রাম উন্নয়নের নতুন ধারা। আমার বাংলাদেশ ফাউন্ডেশন থেকে প্রাপ্ত টি-সার্ট পরে সেচ্ছায় বৃক্ষ রোপন কর্মসুচিতে অংশ গ্রহন করেন, নাইমুল হক, আজমুল হুদা বিশ্বাস, অনিক সাফওয়ান, হারুন বিশ্বাস, হাসান মাহমুদ ও আবির হাসানসহ ইউনিটের সদস্যবৃন্দ। বৃক্ষ রোপন শেষে আমার বাংলাদেশ ফাউন্ডেশনের ইউনিট প্রধান সিনিয়র সাংবাদিক আসিফ কাজল জানান, একটি গাছ প্রকৃতির সাথে আমাদের সবচেয়ে নিবিড় সংযোগ স্থাপন করে। মানব চেতনা প্রশংসার দ্বারা লালিত হয়, যেমন একটি চারা গাছ মাটি, পানি এবং সূর্য দ্বারা লালিত হয়। তাই রোপিত গাছগুলো আগামী প্রজন্মেকে উৎসাহিত করবে বৃক্ষরোপন কর্মসুচিতে। .

.

ডে-নাইট-নিউজ / ঝিনাইদহ প্রতিনিধিঃ

স্বাস্থ্য ও চিকিৎসা বিভাগের জনপ্রিয় সংবাদ