• ঢাকা
  • শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ঝিনাইদহে নির্মাণাধীন ৬ তলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ০২ এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ, ০৭:০২ পিএম;
ঝিনাইদহে নির্মাণাধীন ৬ তলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
ঝিনাইদহে নির্মাণাধীন ৬ তলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ঝিনাইদহের কোটচাঁদপুর সরকারি কে এম এইচ ডিগ্রি কলেজের নির্মাণাধীন ৬ তলা ভবন থেকে পড়ে সেলিম (২১) নমে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।.

প্রত্যক্ষদর্শীরা জানান শনিবার দুপুরে বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্পসারন প্রকল্প মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রনালয়ের অধীনে ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স সানাউল্লাহ ট্রেডার্স এর ৬ তলা বিশিষ্ট নির্মাণধীন ভবনে বাঁশ দিয়ে তৈরী ভারার উপর বসে কাজ করছিলো হঠাৎ রশি ছিড়ে মাটিতে পড়ে যায়।.

মাথার বাম পাশে গুরুতর আঘাত প্রাপ্ত হন। তাকে দ্রুত উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশংকা জনক হাওয়ায় যশোর সদর হাসপাতালে রেফার করেন। এ্যাম্বুল্যান্সে যশোর নেওয়ার পথেই তার মৃত্যু হয়।মৃত্যুর বিষয় টি নিশ্চিত করেন গাড়িতে থাকা কাজের সাইডের ফোরম্যান আবুল হাসান। মৃত সেলিম চাঁপাইনবাবগঞ্জের নাঁচল উপজেলার আমনুরা গ্রামের তাছু মন্ডলের ছেলে।. .

ডে-নাইট-নিউজ / আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ