• ঢাকা
  • শুক্রবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

নিরাপদ সড়ক ও সারাদেশে হাফ পাশ কার্যকর করার দাবিতে লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের মানববন্ধন।


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ০৬ ডিসেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, ০৫:৪০ পিএম;
নিরাপদ সড়ক ও সারাদেশে হাফ পাশ কার্যকর করার দাবিতে লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের মানববন্ধন।
নিরাপদ সড়ক ও সারাদেশে হাফ পাশ কার্যকর করার দাবিতে লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের মানববন্ধন।

শুধু মহানগর নয়, সারাদেশের সকল যাত্রীবাহী বাসে শিক্ষার্থীদের হাফ পাশ নিশ্চিতের দাবিতে বৃষ্টি উপেক্ষা করেও মানববন্ধন ও বিক্ষোভ করেছে লক্ষ্মীপুরের শিক্ষার্থীরা। আজ ৬ডিসেম্বর (সোমবার)  সকালে জেলা প্রেসক্লাবের সামনে লক্ষ্মীপুরের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়।.

এসময় শিক্ষার্থীরা সারাদেশে শর্তহীন হাফ পাশ কার্যকর, গণপরিবহনে নারী হয়রানি বন্ধ ও সড়কে শৃঙ্খলা রক্ষার দাবি জানায়। ঘন্টাখানেকের উক্ত মানববন্ধনে বৃষ্টিতে ভিজেই শিক্ষার্থীরা বিভিন্ন দাবি সম্বলিত প্লেকার্ড হাতে গুলিস্তানে ও রামপুরায় নিহত নাইম ও দুর্জয়ের হত্যার বিচার চান।.

লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মোহাম্মদ শাহিন আলমের সঞ্চালনায় ও লক্ষ্মীপুর সরকারি কলেজ শিক্ষার্থী সামিরা ইসমাইল সারার সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর সরকারি কলেজের শিক্ষার্থী মোঃ ইউসুফ হোসাইন, সাইফ মাহমুদ তারেক, জাহিদ হাসান মেহরাব, রেদোয়ান হোসেন ভূঁইয়া, সায়মা মোহসিনা ও মোহাম্মদ বায়েজিদ সহ প্রমুখ। .

 .

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা ঢাকা-রায়পুর আঞ্চলিক সড়ক পদক্ষিণে বিক্ষোভ করে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে এ বিক্ষোভ শেষ করেন তারা। পরে তারা ৯দফা দাবি সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দের হাতে তুলে দেয়।.

.

ডে-নাইট-নিউজ / নাসির মাহমুদ লক্ষ্মীপুর প্রতিনিধি।

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ