• ঢাকা
  • বুধবার, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ১৫ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ফুলবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা সপ্তাহ পালন


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৩:৫৩ পিএম;
ফুলবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা সপ্তাহ পালন
ফুলবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা সপ্তাহ পালন

প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (৩০ অক্টোবর) ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা সপ্তাহ পালন করা হয়েছে। সপ্তাহ উপলক্ষে সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ রোডস্থ কাটিহারধর নামক স্থানে কালভার্টের পাশে নির্মিত স্লিপারের উপর পৌরসভার রাখা ময়লা আবর্জনার স্তুপের কাছে গিয়ে শেষ হয়। পরে সেখানে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।

পরে সেখানে উপজেলা প্রশাসনের ময়লা আবর্জনা না ফেলার নির্দেশনা টানিয়ে দেয়া যায়। শেষে উপজেলা কনফারেন্স কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল। এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জাফর আরিফ চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, বেতদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস প্রমুখ।

এতে বিভিন্ন সরকার দফতরের কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ পৌরসভার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।.

.

ডে-নাইট-নিউজ /

অন্যান্য বিভাগের জনপ্রিয় সংবাদ