‘জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুকি্ত সপ্তাহ ও বিজ্ঞান মেলার সমাপণী ও পুরস্কার বিরতণ করা হয়েছে উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (১৫ জানুয়ারি) বিকাল সাড়ে তিনটায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সমাপণী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্র্তা মীর মো. আল কামাহ্ তমাল।.
.
.
এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জাফর আরিফ চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর আলম, আইসিটি কর্মকর্তা তসলিমা খাতুন, জনস্বাস্থ্য কর্মকর্তা সোহানুর রহমান, পুখুরী স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাজ্জাদ হোসেন সাজু, গোলাম মোস্তফা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হক প্রমুখ।.
.
.
দুইদিন ব্যাপী এ মেলায় উপজেলার ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠান স্টলে শিক্ষার্থীরা তাদের তৈরি প্রযুক্তি পণ্য প্রদর্শনী করেন।.
শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে পুরস্কার তুলে দেন সহকারী কমিশনার (ভূমি) জাফর আরিফ চৌধুরী। এছাড়া অকৃতকার্য শিক্ষার্থী ও প্রতিষ্ঠানকেও শান্তনা পুরস্কার প্রদান করা হয়।. .
ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
আপনার মতামত লিখুন: