
দিনাজপুরের ফুলবাড়ীতে স্বেচ্ছাসেবী সংগঠন লুমেরিসা এর উদ্যোগে রোববার (১৬ ফেব্রয়ারি) সকাল ১০টায় পাঁচ শতাধিক দুস্থ শীতার্তের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।.
.
পৌরশহরের সুজাপুরস্থ চৌধুরী মোড়স্থ লুমেরিসা সংস্থার কার্যালয় চত্বরে আয়োজিত দুস্থদের মাঝে কম্বল বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থাটির সভাপতি মোছা. মেহেরুন নেছা চৌধরী।.
.
লুমেরিসা সংস্থার সাধারণ সম্পাদক ডা. মুশফিকুর রহমান লিও এর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর মো. আল কামাহ তমাল।.
.
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ মো. গোলাম মোস্তফা, শিক্ষাবিদ মো. নজমুল হক ও ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল।.
.
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক মো. নওশের ওয়ান ।.
.
শেষে অতিথিদ্বয় উপজেলার বিভিন্ন এলাকায় পাঁচ শতাধিক দুস্থ শীতার্তের মাঝে কম্বল বিতরণ করেন। . .
ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :
আপনার মতামত লিখুন: