দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে গত মঙ্গলবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত পিঠা উৎসবে উপজেলা প্রশাসন, উপজেলা প্রাথমিক শিক্ষা দফতর, ফুলবাড়ী থানা পুলিশ, বন বিভাগ, বিএমডিএ, সোনালী ব্যাংকসহ বিভিন্ন সরকারি দফতরের পক্ষ থেকে বিভিন্ন রকমারী পিঠার পসরা প্রদর্শন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজ উদ্দিন তাঁর সহধর্মীনি ব্যাংক কর্মকর্তা কামরুন নাহারকে সাথে নিয়ে পিঠা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় ফুলবাড়ী পৌরসভার মেয়র মাহমুদুল আলম লিটন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শামিমা আক্তার জাহান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার, বীর মুক্তিযোদ্ধা এছার উদ্দিন, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু, উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার, মৎস্য কর্মকর্তা মাজনুন্নাহার মায়া, থানার অফিসার ইনচার্জ (ওসি) আশ্রাফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা ভূঁইয়া, প্রকল্প কর্মকর্তা শফিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ডাবলু, ফুলবাড়ী পৌরসভার প্যানেল মেয়র মামুনুর রশিদ চৌধুরীসহ অত্যন্ত দু’শতাধিক সুধিজন ও নারী-পুরুষ দর্শনার্থী উপস্থিত ছিলেন। শেষে ফুলবাড়ী শিল্পকলা একাডেমির শিল্পীদের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: