• ঢাকা
  • শুক্রবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ফুলবাড়ীতে বাল্যবিবাহ, যৌন হয়রানি ও মাদক প্রতিরোধে সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২ খ্রিস্টাব্দ, ০৭:৫২ পিএম;
ফুলবাড়ীতে বাল্যবিবাহ, যৌন হয়রানি ও মাদক প্রতিরোধে সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা
ফুলবাড়ীতে বাল্যবিবাহ, যৌন হয়রানি ও মাদক প্রতিরোধে সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা

দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল মঙ্গলবার উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের (ইউজিডিপি) আওতায় বাল্যবিবাহ, যৌন হয়রানি ও মাদক প্রতিরোধে সুশীল সমাজ এবং জনপ্রতিনিধিদের সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধিমূলক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।.

বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পরিষদের উদ্যোগে এবং উপজেলা পরিচালন ওনউন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিন। এতে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর আখতার আহসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নীরু শামসুন্নাহার, থানার অফিসার ইনচার্জ (ওসি) আশ্রাফুল ইসলাম, শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল প্রমুখ।.

বাল্যবিবাহ, যৌন হয়রানি ও মাদক প্রতিরোধে সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষক ছিলেন অফিসার ইনচার্জ (ওসি) আশ্রাফুল ইসলাম ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল। প্রশিক্ষণ কর্মশালায় দুটি ব্যাচে জনপ্রতিনিধি ও সুশিল সমাজের ৬০ জন
প্রশিক্ষণার্থী অংশ নেন।. .

ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ