• ঢাকা
  • বৃহস্পতিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ফুলবাড়ীতে বড়দিন একই পরিবারের চারজনসহ ১১ জনের খ্রিষ্টধর্ম গ্রহণ


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, ০৫:৫৯ পিএম;
ফুলবাড়ীতে বড়দিন একই পরিবারের চারজনসহ ১১ জনের খ্রিষ্টধর্ম গ্রহণ
ফুলবাড়ীতে বড়দিন একই পরিবারের চারজনসহ ১১ জনের খ্রিষ্টধর্ম গ্রহণ

দিনাজপুরের ফুলবাড়ীতে বড়দিনের উৎসবে একই পরিবারের চারজনসহ ১১ জন খ্রিষ্টধর্ম গ্রহণ করেছেন। গতকাল শনিবার সকালে ফুলবাড়ী উপজেলার ৩নং কাজিহাল ইউনিয়নের পারইল কদবী ক্যাথলিক চার্চের ইনচার্জ ফাদার জসিম ফিলিপ মুর্মু ওই ১১ জনকে সনাতন ধর্ম থেকে খ্রিষ্ট ধর্মে দীক্ষিত করে ধর্মান্তরিত করেন।.

খ্রিষ্টধর্ম গ্রহণকারিরা হলেন, উপজেলার পারইল কদবীর মিশনপাড়া এলাকার মৃত ইলিয়াস হেম্ব্রমের স্ত্রী মালতি আনারেখা কিস্কু (৩২) ও তার ছেলে শুভ হেম্ব্রম (৯), স্যামুয়েল হেম্ব্রম (৬) ও সুব্রত হেম্ব্রম (৩), একই গ্রামের মৃত পাটোয়ারী মার্ডীর ছেলে অনিল মার্ডী (৫০), ইলিসন মার্ডীর দেড় বছরের মেয়ে ঈশিতা, উইনাল মার্ডীর স্ত্রী সঙ্গীতা হাঁসদা (১৯) ও তার ছেলে উইলসন মার্ডী (১৪), বিশ্বনাথ টুডুর ছেলে রোহাল টুডু (১১) এবং ঢাকার তিন জন রয়েছেন।.

উল্লেখিত ৮ জনই একই গ্রামের বাসিন্দা। মালতি আনারেখা কিস্কু (৩২), অনিল মার্ডী (৫০) ও সঙ্গীতা হাঁসদা (১৯) বলেন, সনাতন রীতিনীতিতে বিয়ে হওয়ার কারণে তাদের বিয়ের কোন কাগজপত্র না থাকায় মিশন স্কুলগুলোতে ছেলেমেয়েদের ভর্তি করতে গিয়ে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। এছাড়াও গ্রামের কেউ সনাতন আবার কেউ খ্রিষ্টান ধর্ম পালন করছেন। এ কারণে ছেলেমেয়েদের বিয়ে নিয়েও বিড়ম্বনায় পড়তে হচ্ছে। এসব বিড়ম্বনা থেকে মুক্ত হতেই পূর্বের সনাতন ধর্ম ত্যাগ করে খ্রিষ্টান ধর্ম গ্রহণ করা হয়েছে।.

পারইল কদবীর ক্যাথলিক চার্চের ইনচার্জ ফাদার জসিম ফিলিপ মুর্মু বলেন, খ্রিষ্টধর্ম গ্রহণকারীরা স্বেচ্ছায় শুভ বড়দিনে চার্চে এসে খ্রিষ্টধর্ম গ্রহণ করেছেন। তিনি আনুষ্ঠানিকভাবে খ্রিষ্টধর্মে গ্রহণের জন্য ধর্মীয় দীক্ষাদান করেছেন। এ সময় চার্চে অন্য খ্রিষ্ট ধর্মালম্বীরা উপস্থিত ছিলেন।. .

ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী প্রতিনিধি :

ধর্ম বিভাগের জনপ্রিয় সংবাদ