
ফিলিস্তিনের গাজায় ইসরাইলের গণহত্যা বন্ধের দাবিতে সিলেটের বিশ্বনাথে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শত-শত জনতার অংশগ্রহণে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভাটি পৌরশহরে অনুষ্ঠিত হয়।সোমবার (৭ এপ্রিল) বাদ আছর পৌর শহরের মাদানিয়া মাদ্রাসার সামন থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে বাসিয়া সেতু সম্মুখে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।.
.
.
বিশ্বনাথ উপজেলা হেফাজতে ইসলামের ব্যানারে অনুষ্ঠিত এ মিছিলে ‘সেইভ গাজা, ফ্রি গাজা, স্টপ কিলিং গাজা, লেখা বিভিন্ন ধরনের প্লেকার্ড হাতে নিয়ে শতশত মুসলিম জনতা অংশ গ্রহণ করেন। এসময় বক্তারা ফিলিস্তিনে গণহত্যা বন্ধে মুসলিম নেতৃবৃন্দের ঐক্যবদ্ধ হওয়া এবং ইসরাইলী সকল পণ্য বর্জনের আহ্বান জানান।বক্তারা বলেন ‘ইসরায়েল বর্বরভাবে ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর গণহত্যা চালাচ্ছে, ধ্বংস করে দিয়েছে ফিলিস্তিদের গাজা উপত্যক্যা।.
.
বিশ্বের ২শত কোটি মুসলমানদের এক কাতারে দাড়িয়ে প্রতিরোধের আহবান জানানো হয়। এই হত্যাযজ্ঞের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে ফিলিস্তিনিদের ওপর হামলা বন্ধের দাবি জানান বক্তারা।মাওলানা আব্দুল মতিন এর পরিচালনায় এসময় সমাপনী বক্তব্য রাখেন, হেফাজতে ইসলাম বিশ্বনাথ শাখার সভাপতি হযরত মাওলানা কামরুল ইসলাম ছমির।.
.
.
আরো বক্তব্য রাখেন, বিশ্বনাথ দারুল উলুম মাদানিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী আব্দুল ওয়াদুদ,বিশ্বনাথ নতুন বাজার জামে মসজিদের খতিব মাওলানা ওয়ারিছ উদ্দিন,ইসলামী চিন্তাবিদ মাওলানা আলা উদ্দিন, মোহাম্মদিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা নুরুল হক, হেফাজত নেতা মাওলানা আব্দুল মতিন জমিয়ত নেতা মাওলানা ফখরুল ইসলাম প্রমুখ।.
. .
ডে-নাইট-নিউজ / বিশ্বনাথ প্রতিনিধি
আপনার মতামত লিখুন: