• ঢাকা
  • বুধবার, ১৪ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ; ৩০ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ফুলবাড়ীতে শহীদ জামায়াত ও শিবির কর্মীদের স্মরণে সমাবেশ অনুষ্ঠিত


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৫:০৬ পিএম;
ফুলবাড়ী, শহীদ, জামায়াত, শিবির, কর্মী, স্মরণ, সমাবেশ, অনুষ্ঠিত
ফুলবাড়ীতে শহীদ জামায়াত ও শিবির কর্মীদের স্মরণে সমাবেশ অনুষ্ঠিত

প্লাবন শুভ,  ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের সন্ত্রাসীদের লগি-বৈঠা আক্রমণে শহীদ জামায়াত ও শিবির কর্মীদের স্মরণে জামায়াতে ইসলামী দিনাজপুরের ফুলবাড়ীতে সোমবার (২৮ অক্টোবর) উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।.

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

ফুলবাড়ী সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. হাবিবুর রহমান।.

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

এতে সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ জেলা শাখার আমীর মাওলানা মো. আনোয়ারুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর দক্ষিণ সাংগাঠনিক জেলা শাখার নায়েবে আমীর মহাদ্দিস ড. এনামুল হক, দিনাজপুর দক্ষিণ সাংগাঠনিক জেলা শাখার ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আব্দুল কাইয়ুম আবীর, দিনাজপুর জেলা দক্ষিণ শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি ও দিনাজপুর-৫ আসনের জাতীয় সংসদ সদস্য পদে সম্ভাব্য পদপ্রার্থী আলহাজ্ব মো. আনোয়ার হোসেন, জেলা কর্মপরিষদ সদস্য ও ফুলবাড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল কাদের বাবু, জেলা ইউনিট সদস্য মাওলানা জয়নাল আবেদিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ফুলবাড়ী শাখার সভাপতি মাওলানা মো. মিজানুর রহমান, বাংলাদেশ মসজিদ মিশন ফুলবাড়ী শাখার সভাপতি মাওলানা মো. রমজান আলীসহ বিভিন্ন ইউনিয়ন শাখার আমীরগণ।.

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ জেলা শাখার আমীর মাওলানা মো. আনোয়ারুল ইসলাম বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গঙ্গার পানি চুক্তির নামে ফারাক্কা মাধ্যমে পদ্মা নদীর পানি ভারতের হাতে তুলে দিয়েছে, চট্টগ্রামের শান্তি চুক্তির নামে দেশের এক তৃতীয়াংশ পাহাড়িদের হাতে দিয়ে সেখানে শান্তির নামে অশান্তি শুরু হয়েছে। করিডোর, সমুদ্রবন্দর ভারতের হাতে দেশকে তুলে দিয়ে দেশকে নিরাপত্তাহীনতায় ফেলেছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার মেগাপ্রকল্পের নামে লুটপাট করে দেশের টাকা বিদেশে পাচার করেছে। অনিয়ম-দুর্নীতি ও অন্যায়কারীদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। সমাজ থেকে অন্যায় দুর্নীতি বিদায় না নিলে এই স্বাধীনতার কোন মূল্য নেই।.

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

তিনি আরও বলেন, ভারতের তাবেদার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গত ১৬ বছরে ভারতের তাবেদারী করতে গিয়ে দেশের অর্ধেক অংশ ভারতের হাতে তুলে দিয়েছে, এখন ঐক্যবদ্ধভাবে দেশকে উদ্ধার করতে হবে। এ জন্য তিনি দেশের সকল দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধভাবে একত্রিতভাবে কাজ করার আহবান জানান।.

 .

 .

 .

 .

 .

 .

 .

তিনি ২০০৬ সালের ২৮ অক্টোবরের স্মৃতিচারণ করে লগি-বৈঠা দিয়ে হত্যাকারী আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানান। তিনি সভায় দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) সংসদীয় আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য জামায়াতে ইসলামীর পদপ্রার্থী দিনাজপুর জেলা দক্ষিণ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আনোয়ার হোসেনকে সমাবেশে পরিচয় করে দেন।.

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

শেষে  শহীদদের মাহফিরাত কামনায় দোয়া মাহফিল পরিচালনা করেন প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ জেলা শাখার আমীর মাওলানা মো. আনোয়ারুল ইসলাম।. .

ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ