বিশ্বনাথের বাগিচা বাজার কালিজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে মরহুম বরকত উল্ল্যা এডুকেশন ট্রাস্টের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। .
৪ঠা ফেব্রুয়ারী বিকেলে স্কুল হলরুমে যুক্তরাজ্য প্রবাসী হাজী মোঃ আব্দুল হাসিম এর অর্থায়নে বাগিচা বাজার প্রগতি পাঠাগারের ব্যবস্থাপনায় এলাকার ২ শতাধিক প্রাইমারি, উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসায় পাঠরত ছাত্র ছাত্রীদের মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। .
মরহুম বরকত উল্ল্যা এডুকেশন ট্রাস্টের স্থানীয় সমন্বয়ক মোঃ কদর আলীর সভাপতিত্বে শ্রী প্রবীর কান্ত দে এর সঞ্চালনায় শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ইমরান আহমদ।.
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চাঁন্দভরাং উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মুমিন মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওকলস ইউপির ১ নং ওয়ার্ড মেম্বার আমির আলী, রায়কেলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আহাদ, কালিজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শামছ উদ্দিন আহমদ, বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্টু কান্ত, জয়ন্ত আচার্য, ফজল মাহমুদ, নজির আলী, সহিবুর রহমান ও সিদ্দিকুর রহমান। .
এসময় আরো উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরব্বি আব্দুন নুর, সিরাজ আলী, মকদ্দুছ আলী, হায়দর আলী, সুবির দে, জয় দে, কনর আলী, মুতলিব মিয়া, কৃপেশ বৈদ্য, নিরঞ্জন কর,পান্না দাস, অকিল বৈদ্য, গুলবার মিয়া সহ ছাত্র ছাত্রীদের অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। .
ডে-নাইট-নিউজ / বিশ্বনাথ প্রতিনিধিঃ
আপনার মতামত লিখুন: