• ঢাকা
  • শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বিশ্বনাথে সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্টের বাংলাদেশে আহ্বায়ক কমিটি গঠন 


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ২৯ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ০৭:৩৫ পিএম;
বিশ্বনাথে সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্টের বাংলাদেশে আহ্বায়ক কমিটি গঠন 
বিশ্বনাথে সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্টের বাংলাদেশে আহ্বায়ক কমিটি গঠন 

যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠিত আর্তমানবতার সেবায় নিয়োজিত সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে'র বাংলাদেশে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।  ২৮ জুন ২০২২ ইং ২১ সদস্য বিশিষ্ট এই আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছেন বৃটেনের ডরসেট আওয়ামীলীগের অন্যতম সদস্য, এশিয়ান এক্সপ্রেস টুয়েন্টিফোর ডটকম অনলাইন নিউজ পোর্টাল এর চেয়ারম্যান, সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সমাজ সেবক দানবীর সেলিম আহমেদ। তিনি এক বার্তায় সংগঠনের বাংলাদেশ কমিটির কার্যক্রমের গতি তরান্বিত করার লক্ষ্যে বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন এই কমিটির অনুমোদন প্রদান করেন।.

নতুন এই কমিটির আহবায়ক মনোনীত হয়েছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার পাকিছিরি গ্রামের  সাংবাদিক মুহাম্মদ সায়েস্তা মিয়া। সেলিম আহমেদ এর নিজ গ্রাম বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়নের পাহাড় পুরের বীর মুক্তিযোদ্ধা সন্তান শাহ আজিজুর রহমান মনরকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে। .

কমিটির অন্যান্যরা হলেন : যুগ্ম সদস্য সচিব সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাউল শাহ সিদ্দিকুর রহমান, শামীম আহমদ। অর্থ সচিব আল-মামুন। কমিটির সদস্য খাজাঞ্চি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার আব্দুর রব রাজু, আ ক ম এনামুল হক, শাহান মিয়া, ইরন মিয়া, খালেদুর রহমান লাকি,  নজরুল ইসলাম, ফাহিম আহমদ,(কান্দি গাঁও) হাসান উল্লাহ (পাহাড় পুর), সালমান আহমেদ(মাহফুজ) শামীম আহমদ, (রগুপুর) জয়নাল আবেদীন পলাশ-ছোট দিঘলী, লোকমান আহমদ-ছোট দিঘলী, শাহ্ শাহআলম - প্রতাব পুর মোঃ-সুরত আলী - তেলীকোনা, মোঃ - ফজলুল করিম - রায়পুর.

রুহুল আমিন চন্দ্র গ্রাম। .

উল্লেখ্য: আর্তমানবতার সেবায় নিয়োজিত সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্টের জনসেবা মূলক কাজ বাস্তবায়ন করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে। ইতিপূর্বে দেশের বিভিন্ন এলাকায় জনকল্যাণমুখী অসংখ্য কাজ বাস্তবায়ন করতে সমর্থ হয়েছে যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠিত সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে। .

.

ডে-নাইট-নিউজ / সিলেট প্রতিনিধিঃ

অন্যান্য বিভাগের জনপ্রিয় সংবাদ