৯ বছরের আয়-ব্যয়ের হিসাব ও ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার দাবিতে সিলেটের বিশ্বনাথ পুরানবাজারে ব্যবসায়ীদের উদ্যোগে মতবিনিময়ন সভা সোমবার (২৬ আগস্ট) বিকেলে ধানহাটায় অনুষ্ঠিত হয়েছে। পুরানবাজারের ব্যবসায়ী মাসুক মিয়ার সভাপতিত্বে ও রফিকুল ইসলাম ফিরোজের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সালীশ ব্যক্তিত্ব মফিজুর রহমান, বনিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মধু মিয়া, ব্যবসায়ী আরশ আলী রেজা, কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ, আব্দুল আহাদ, জয়নাল আবেদীন, সাজ্জাদুর রহমান শিপলু।.
সভায় সৃষ্ট সমস্যা সমাধানের লক্ষ্যে ৯ সদস্য বিশিষ্ঠ সমন্বয় কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন ব্যবসায়ী মাসুক মিয়া, মধু মিয়া, ডাক্তার চেরাগ আলী, আব্দুল আহাদ, সিরাজ মিয়া, নানু মিয়া, তাহিদ মিয়া, নাজিম মিয়া, রাজু মিয়া।.
.
মতবিনিময়ন সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায়ী হাজী মো. উলফত আলী, ফারুক আহমদ, ওয়ারিছ খান, পুতুল বাবু, ডাক্তার জিন্নাত আলী, আব্দুল জলিল, মফিক মিয়া, দিলবর আলী, আমিনুল হক বাচ্ছু, তাহিদ মিয়া, নুর মিয়া মেম্বার, নানু মিয়া, রহিম উদ্দিন, মো. বাছিতুর রহমান, শামছুল ইসলাম, আব্দুস সালাম, নাজিম মিয়া প্রমুখ।.
.
সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন ফয়ছল আহমদ। সভা শেষে দোয়া পরিচালনা করেন কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: