সারাদেশে সকল ক্ষেত্রে কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে, সারা দেশে তান্ডবের জন্য শিক্ষার্থীদের সুরক্ষিত রাখার উদ্দেশ্যে, দেশের সকল বিশ্ববিদ্যালয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।.
.
বুধবার সন্ধ্য ৬ ঘটিকার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হল ছাড়ার নির্দেশ প্রদান করা হয়েছে। তার সাথে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় ও বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধের নোটিশ প্রদান করা হয়েছে। সারাদেশের অনেক পলিটেকনিক ও বন্ধের তালিকায় আছে।.
.
এ বিষয়ে কিছু শিক্ষার্থীরা জানায় যে, তাদের আন্দোলন থেকে বাহিরে রাখার জন্য ও শিক্ষাপ্রতিষ্ঠানের ড্রেস পরে যেন আন্দোলন করতে না পারে। সে জন্য শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্ট কালের বন্ধ ঘোষনা করা হয়েছে। তারা এটাও বলে শিক্ষা প্রতিষ্ঠানের ড্রেস পরে আন্দোলন করলে পুলিশ সহ যে কোন রাজনৈতিক দল আক্রমণ করা থেকে কিছুটা হলেও বিরত থাকবে।.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: