• ঢাকা
  • মঙ্গলবার, ২৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ; ১১ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রতিশ্রুতি আসিফ মাহমুদ এর


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ০৮ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ০১:৪৯ পিএম;
ধর্ষণকারীদের, দৃষ্টান্তমূলক, শাস্তির প্রতিশ্রুতি, আসিফ মাহমুদ এর
ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রতিশ্রুতি আসিফ মাহমুদ এর

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া শনিবার নারী দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে জানান, সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণসহ অন্যান্য নারী নির্যাতনমূলক ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। তিনি উল্লেখ করেন যে, কোনভাবেই এসব অপরাধীদের ছাড় দেওয়া হবে না এবং সরকার এসব ঘটনার প্রতি শূন্য সহনশীলতা প্রদর্শন করবে।.

 .

 .

উপদেষ্টা আসিফ মাহমুদ আরও বলেন, "এ ধরনের জঘন্য অপরাধে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ধর্ষণ এবং নারী নির্যাতন কোনভাবেই সহ্য করা হবে না। অন্তর্বর্তী সরকার তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।" তিনি যোগ করেন, "একটি শ্রেণি ধর্মের নাম ব্যবহার করে নারীদের বিরুদ্ধে হয়রানির চেষ্টা করছে, কিন্তু আসলে ধর্ম এমন কোন কাজ সমর্থন করে না। নারীদের প্রতি সহিংসতা ও হয়রানির বিরুদ্ধে সরকার প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করবে।".

আলোচনা সভায় দেশজুড়ে এলজিইডি (স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর) এর বিভিন্ন প্রকল্পের মাধ্যমে স্বাবলম্বী হয়ে ওঠা নারীদের অবদানের জন্য প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। নারীর ক্ষমতায়ন এবং তাদের আত্মনির্ভরশীলতা গড়ে তোলার লক্ষ্যে এসব উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা।.

 .

 .

এছাড়া, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের বিভিন্ন দফতরের কর্মকর্তা ও কর্মচারীরা এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তারা নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধ এবং নারীর অধিকারের সুরক্ষা সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।. .

ডে-নাইট-নিউজ / স্টাফ রিপোর্টার

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ