• ঢাকা
  • বুধবার, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ১৫ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

মঠবাড়িয়ায় জমির বিরোধে স্বামীকে গাছের সা‌থে বেঁধে স্ত্রীকে কুপিয়ে জখম


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ০৪ ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৮:৩২ পিএম;
মঠবাড়িয়ায় জমির বিরোধে স্বামীকে গাছের সা‌থে বেঁধে স্ত্রীকে কুপিয়ে জখম
মঠবাড়িয়ায় জমির বিরোধে স্বামীকে গাছের সা‌থে বেঁধে স্ত্রীকে কুপিয়ে জখম

জ‌হিরুল ইসলাম ,‌পি‌রোজপুর থে‌কে- পিরোজপুরের মঠবাড়িয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে স্বামীকে গাছের সাথে বেঁধে লিপি আক্তার (২৭) নামে দুই সন্তানের জননীকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে উপজেলার উলুবাড়িয়া গ্রামে। .

আহত লিপির স্বামী বজলুর রহমান বিশ্বাস জানান, একই বাড়ির সোবহান বিশ্বাসের সাথে জমি নিয়ে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। শনিবার সকালে তার ভোগ দখলীয় জমিতে সোবহান বিশ্বাস, ছেলে ইব্রাহিম, আল-আমিন ও নাতী রবিউলকে নিয়ে বিরোধীয় জমি চাষাবাদ করতে যায়। খবর পেয়ে বজলুর ঘটনাস্থলে গেলে সোবহান বিশ্বাসের ছেলে ইব্রাহিম তার লোকজনের সহযোগিতায় তাকে একটি চাম্বাল গাছের সাথে বেঁধে ফেলে। এসময় তার ডাকচিৎকারে স্ত্রী লিপি আক্তার বজলুকে ছাড়াতে গেলে প্রতিপক্ষরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্বজনরা উদ্ধার করে লিপি আক্তারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।  বজলুর রহমান আরো জানান, প্রতিপক্ষরা তাদের চার বছরের শিশু সন্তান আব্দুল্লাহ আল মুবিনকে ধরে মাটির সাথে আছাড় মারে। এব্যপারে প্রতিপক্ষ ইব্রাহিমের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। .

মঠবাড়িয়া থানার উপ-পরিদর্শক মোঃ তাজেল ইসলাম জানান, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ভিকটিমকে দেখে আসি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।. .

ডে-নাইট-নিউজ /

নারী ও শিশু বিভাগের জনপ্রিয় সংবাদ