করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি মোকাবেলায় দিনাজপুরের ফুলবাড়ীতে বাধ্যতামূলক মাস্ক পরা নিশ্চিতে জনসচেতনতামূলক কার্যক্রমসহ সড়ক পরিবহনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীমা আক্তার জাহান।.
শুক্রবার বিকাল থেকে ফুলবাড়ী পৌরএলাকার গুরুত্বপূর্ণ মোড় মোড়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীমা আক্তার জাহানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় জনসচেতনতা বৃদ্ধিতে মাইকিংসহ সড়ক পরিবহন আইনে চার জনকে ৮০০ টাকা এবং মাস্ক না পরায় তিন জনকে ৫০০ টাকা জরিমানা করা হয়।.
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীমা আক্তার জাহান বলেন, সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী চারজনকে এবং দন্ডবিধি ১৮৬০ অনুসারে স্বাস্থ্যবিধি না মানায় তিনজনকে জরিমানা করা হয়েছে। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এসব কার্যক্রম ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।. .
ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :
আপনার মতামত লিখুন: