• ঢাকা
  • শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করেই সাংবাদিকরা স্বাধীনতার বিপক্ষ শক্তিকে রুখে দিবে


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, ০৪:৩৬ পিএম;
মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করেই সাংবাদিকরা স্বাধীনতার বিপক্ষ শক্তিকে রুখে দিবে
মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করেই সাংবাদিকরা স্বাধীনতার বিপক্ষ শক্তিকে রুখে দিবে

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেছেন, যাদের আত্মত্যাগের মধ্যদিয়ে এ বাংলাদেশ আমরা পেয়েছি তাদের ভোলার মতো না। মুক্তিযুদ্ধ হয়েছে বলেই আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। যারা এখনো অনেকে স্বাধীনতার বিরোধীতা করছেন। মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করেই সাংবাদিকরা স্বাধীনতার বিপক্ষ শক্তিকে রুখে দিবে। সাংবাদিকদের লেখনীর মধ্যদিয়েই সমাজের সবচিত্র আমরা দেখতে পাই। তাই দেশপ্রেম নিয়ে বস্তু-নিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। কারণ মানুষ সাংবাদিকদের কথাই সবসময় শুনতে চায়।.

গতকাল বুধবার দিনাজপুরের ঐতিহ্যবাহী ফুলবাড়ী প্রেসক্লাবের স্থায়ী কার্যালয় উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি। তিনি আরো বলেছেন, ফুলবাড়ীর সাংবাদিকরা নিঃস্বার্থভাবে দেশ ও সমাজের উন্নয়নে কাজ করে আসছে। ফুলবাড়ী প্রেসক্লাব ১৯৮১ সাল থেকেই মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনাকে লালন করেই এতোদূর পৌঁছেছে। আগামীতেও এভাবেই তারা বহুদূর এগিয়ে যাবে।.

বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে ফুলবাড়ী উপজেলা পরিষদ রোডস্থ ফুলবাড়ী প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ের ফলক উন্মোচন করেন সাবেক গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপুর সভাপতিত্বে এবং কার্যকরী সদস্য আশরাফ পারভেজের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) শামিমা আক্তার জাহান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, জেলা পরিষদের সদস্য মো. কামরুজ্জামান শাহ কামরু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. এছার উদ্দিন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশ্রাফুল ইসলাম, প্রবীণ শিক্ষক নাজিম উদ্দিন ম-ল।.

এছাড়াও বক্তব্য রাখেন ফুলবাড়ী প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহ সভাপতি হারুনুর রশিদ, সহ সভাপতি প্রভাষক আজিজুল হক সরকার, সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, সাংগঠনিক সম্পাদক ফিজারুল ইসলাম প্রমুখ। এতে ফুলবাড়ী প্রেসক্লাবের সদস্যসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।. .

ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ