• ঢাকা
  • শুক্রবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

যশোরের শার্শা সীমান্তে ১৭পিচ স্বর্ণের বারসহ একজন আটক


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শুক্রবার, ১৯ আগষ্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ০৫:৫৮ পিএম;
যশোরের শার্শা সীমান্তে ১৭পিচ স্বর্ণের বারসহ একজন আটক
যশোরের শার্শা সীমান্তে ১৭পিচ স্বর্ণের বারসহ একজন আটক

যশোরের শার্শা সীমান্ত থেকে দুইদিনের ব্যবধানে আবারও ১৭পিচ (ওজন ১কেজি ৯৮৫ গ্রাম) স্বর্ণের বারসহ মোনতাজ হোসেন (৪৫) কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৯ আগষ্ট) সকাল ১১টায় শার্শার রুদ্রপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয়। আটক মোনতাজ বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের দ্বীন মোহাম্মদের ছেলে।

২১বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল তানভীর রহমান পিএসসি জানান, ভারতে স্বর্ণ পাচারের গোপন খবরে, উপজেলার রুদ্রপুর সীমান্ত এলাকায় রুদ্রপুর ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার ইসমাইল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে মোনতাজকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে কৌশলে লুকিয়ে রাখা ১৭পিচ স্বর্ণেরবার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা।

তিনি আরো জানান, স্বর্ণসহ আটক মোনতাজকে শার্শা থানায় সোপার্দ করা হয়েছে।.

.

ডে-নাইট-নিউজ / মোঃ জসীম উদ্দীন, শার্শা উপজেলা প্রতিনিধিঃ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ