সাংবাদিকতা চ্যালেঞ্জিং পেশা। নারীদের এই পেশায় কাজের ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। সাংবাদিকতায় নারীরা এই সমাজে পদে পদে অবহেলিত। তবে বর্তমানে অনেক নারী এই পেশা বেছে নিয়েছেন। এগিয়ে যাচ্ছেন সামনের কাতারে। ঠিক তেমনি মফস্বলে সাহসিকতা ও দক্ষতার সামনে কাজ করছেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার দুই নারী সাংবাদিক রীতা রানী কানু ও কংকনা রায়।.
হাতযশে যেমন সুস্বাদু রান্না, তেমনি সাংবাদিকতা পেশাতেও নিজেদের এগিয়ে নেয়ার বেলাতেও ঠিক তেমনি রূপ আর গুণ দুইয়েরই সমন্বয় তারা কখনও রূপ নেয়, কন্যা, কখনও মমতাময়ীর আবার কখনও তাদেরকে দেবীর মতো দশ হাতে সামলাতে দেখা যায় সব কিছু। সাহসী লেখনিতে অবদান রেখে অর্জন করেছেন সুনাম ও খ্যাতি।.
সাংবাদিক রীতা রানী কানুঃ.
রীতা রানী কানু জন্ম বগুড়ার নামাজগড়ে। তিনি ফুলবাড়ী উপজেলার পৌরএলাকার চকচকা গ্রামের বধূ এবং ফুলবাড়ী উপজেলার উত্তর লক্ষ্মীপুর কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক। পাশাপাশি তিনি ১৯৯৯ সাল থেকে সাংবাদিকতা পেশাকে আকড়ে ধরে আছেন। দেশের বহুপ্রচারিত বিভিন্ন প্রথম সাড়ির জাতীয় পত্রিকায় ফুলবাড়ী প্রতিনিধি দায়িত্ব পালন করেছেন তিনি। বর্তমানে তিনি দৈনিক কালবেলা পত্রিকায় দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি ফুলবাড়ী প্রেসক্লাবের একমাত্র নারী সাংবাদিক হিসেবে আছেন। তার লিখুনিতে সমাজের বহু অসহায় নিপীড়িত মানুষের জীবনদশাসহ অপরাধ-দুর্নীতি দেশবাসির কাছে উপস্থাপন করেছেন। ব্যক্তিজীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জননী। তার স্বামী পেশায় সহকারী অধ্যাপক ও জ্যেষ্ঠ সাংবাদিক। .
রীতা রানী কানু বলেন, পারিবারিক ও সামাজিক সমস্যাগুলো বেশিরভাগ নারীদেরকে মানসিকভাবে বিপর্যস্ত করে। অনেকেই পেশায় টিকে থাকতে পারে না। অন্যদিকে, অফিসের নানাবিধ সমস্যাও আছে। সাংবাদিক পেশায় নারীদেরও অবদান বেশ। পুরুষের পাশাপাশি যেভাবে নারীরা মাঠে কাজ করেন এতেই প্রকাশ পায় নারী-পুরুষের কাজের মধ্যে কোনো পার্থক্য নেই। শুধু দরকার সমাজের সুস্থ্য চিন্তাচেতনার।.
নারী সাংবাদিক কংকনা রায়ঃ.
দিনাজপুরের ফুলবাড়ী পৌরএলাকার সুজাপুর গ্রামের জন্ম কংকনা রায়ের। তিনি ২০১৯ সালে সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০২১ সালে ফুলবাড়ী সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করে বর্তমানে এই কলেজেই ইংরেজি বিষয়ে অনার্স করছেন। এর পাশাপাশি তিনি একজন নারী উদ্যোক্তা এবং নারী সাংবাদিক। কৎরঢ়ধুরহর নামে তার একটি ফেসবুক পেজ রয়েছে। সেখানে তিনি হ্যা-পেইন্টের কাজ করেন। এছাড়াও সাংবাদিক পেশায় দেশ ও সমাজের উন্নয়ন, মানবিক সহযোগিতা চিত্রসহ অপরাধ ও দুর্নীতির চিত্র তুলে ধরছেন।.
তিনি সাংবাদিক পেশায় নতুন হলেও তার লেখনি ইতোমধ্যে সাড়া ফেলেছে ব্যাপকভাবে। তিনি বর্তমানে দিনাজপুর থেকে প্রকাশিত দৈনিক সৃজনী পত্রিকায় ফুলবাড়ী প্রতিনিধি হিসেবে সাফল্যের সাথে নিজ দায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও বহুলপ্রচারিত কিছু অনলাইন পত্রিকায় লিখছেন তিনি।.
নারী সাংবাদিক কংকনা রায় বলেন, ‘সাংবাদিকতা হলো চ্যালেঞ্জিং পেশা। এ পেশার অনিশ্চয়তার নিশ্চয়তায় মজে ঐতিহাসিকভাবেই নারী-পুরুষ এ পেশার প্রতি আকৃষ্ট হন। পুরুষের এ পেশায় বেশি দেখা গেলেও নারীদের অংশগ্রহণ তুলনামূলক কম। বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে নারী সাংবাদিকতা অনেকটুকু এগোলেও প্রতিবন্ধকতা আর ভ্রান্ত মূল্যবোধের জাঁতাকলে পড়ে এখনো কিছুটা ছোপ ছোপ অন্ধকার রয়ে গেছে এই পেশার প্রসারের পথে। তাই নারীদেরকে এ পেশায় এগিয়ে নিতে হলে দরকার সমাজের সুস্থ্য দৃষ্টি, সুস্থ্য চিন্তাধারা। তবেই নারীদের দ্বারা সম্ভব এ পেশায় এগিয়ে যাওয়া।’ .
ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
আপনার মতামত লিখুন: