রাঙ্গুনিয়ায় ইউনিয়ন ভিত্তিক গণটিকাদানকেন্দ্রে প্রায় বুথে ছিল মানুষের ভিড়। সামাজিক দুরত্বের বালাই ছিলনা কোথাও। কোনো কোনো কেন্দ্রে টিকা দিতে গাদাগাদি করে লাইনে দাঁড়িয়েছিল লোকজন। বেলা সাড়ে ১২ টার দিকে মরিয়মনগর ইউনিয়ন টিকা কেন্দ্রে গিয়ে দেখা যায়, ইউনিয়ন পরিষদ ভবনের ফটকে মানুষের জটলা। পাশাপাশি নারী ও পুরুষ লাইনে গাদাগাদি করে দাড়িয়েছে সবাই। টিকা কেন্দ্রের একটি বু্থে দায়িত্বে আছেন বাবলী বড়ুয়া। জানতে চাইলে তিনি বলেন তাঁর কাছে মাত্র ৫০ জনকে মারার টিকা রয়েছে। ইতিমধ্যে তিনি ১৫০ জনকে টিকা দিয়েছেন। লাইনে শতাধিক লোকজন দাড়ানো রয়েছে। যারা পাবেন না তাঁরা কি করবেন জানতে চাইলে তিনি বলেন, টিকা তো নেই, যারা পাবেন না তাঁরা বাড়িতে চলে যাবেন। পরবর্তী ক্যাম্পেইনে তাঁরা আবার এসে টিকা দেবেন। " টিকা নিতে আসা মো. ইমরান(৩৩) নামে এক ব্যক্তি বলেন, দীর্ঘক্ষণ লাইনে দাড়িয়েও টিকা নিতে পারিনি। আমার মতো অনেকের এই অবস্থা। টিকা মজুদ না থাকায় তাঁরা টিকা দিতে পারেন নি জানিয়েছে। পরবর্তী ক্যাম্পেইনে টিকা নিতে বলেছেন। " জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেব প্রসাদ চক্রবর্তী বলেন, " রাঙ্গুনিয়ার ১৫ ইউনিয়ন ও একটি পৌরসভায় ৯ হাজার ৬০০ জনকে টিকা দেয়া হয়েছে। যারা টিকা নিতে পারেন নি, তাঁরা পরবর্তী ক্যাম্পইনে টিকা নেবেন। তাছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থায়ী টিকাদান কেন্দ্র তো রয়েছে। ".
ডে-নাইট-নিউজ / শ্রীকান্ত চৌধুরী
আপনার মতামত লিখুন: