নারী তুমি অনন্যা ফাউন্ডেশনের উদ্যোগে ধানমন্ডির একটি অভিজাত কনভেনশন হলে এই সামার ফেস্ট অনুষ্ঠিত হয়। নারী তুমি অনন্যা ফাউন্ডেশনে সভাপতি আফরোজা আহমেদ এর সভাপতিত্বে অতিথিদের ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।.
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিডস গ্রুপের সিইও মাকসুদা সিলাত, সাংবাদিক ও উপস্থাপক প্রশান্ত দাস কথা, বন্ধন সোসাইটির পরিচালক আবু বকর সিদ্দিকী, রন্ধনবিদ এবং সেপ টেইনার স্বত্বাধিকারী শাহানাজ ইসলাম।.
অনুষ্ঠানে অর্ধশতাধিক নারী উদ্যোক্তা তাদের নিজস্ব প্রডাক্ট নিয়ে এই অনুষ্ঠানে প্রদর্শন করে। সকল উদ্যোক্তাদের সম্মাননা প্রদানের জন্য ক্রেষ্ট প্রদান করা হয়।.
আগত অতিথিদের মধ্যে মাকসুদা সিলাত বলেন, নারীরা এভাবে এগিয়ে গেলে বাংলাদেশ ভবিষ্যতে সমৃদ্ধির পথে আরও একধাপ এগিয়ে যাবে।.
অতিথি প্রশান্ত দাস কথা বলেন, উদ্যোক্তায় সকল আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ গড়ার কান্ডারী। পুরো বাংলাদেশী হবে একটি উদ্যোক্তা হাব যা সারা বিশ্ব তাকিয়ে দেখবে।.
বন্ধন সোসাইটির ডিরেক্টর আবু বক্কর সিদ্দিক বলেন, নামই হচ্ছে বন্ধন আমি চাই এখানেও বন্ধন তৈরি হোক যে বন্ধন সামনেও অটুট থাকবে।.
বন্ধন সোসাইটির এক্সিকিউটিভ ডিরেক্টর সানজিদা খানম বলেন, যে নারীরা অনেক অবহেলিত তাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াস ভবিষ্যতের স্বপ্ন দেখাবে।.
নারী উদ্যোক্তা রন্ধনবিদ শাহানুর ইসলাম বলেন, অবহেলিত হয় বিভিন্ন জায়গায় কিন্তু আমরা একত্র থাকলে আর অবহেলিত হব না আমরা সামনের দিকে এগিয়ে যাব সকল নারী হবে আমাদের পথ চলার শক্তি।.
পুরো অনুষ্ঠানটি অর্গানাইজ করেছেন “নারী তুমি অনন্যা ফাউন্ডেশন “ এর সভাপতি আফরোজা আহমেদ জবা। জবা বলেন, এটি একটি উদ্যোক্তা বান্ধব ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনটি সরকারীভাবে নিবন্ধিত (ঢাকা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এবং জয়ীতা ফাউন্ডেশন থেকে নিবন্ধিত)। এই ফাউন্ডেশনটি মূলত সারা বাংলাদেশের নারী এবং পুরুষ উদ্যোক্তাদের নিয়ে কাজ করে থাকে পাশাপাশি সামাজিক সহযোগিতা মুলক কাজও করে থাকে।.
তিনি আরও জানান, সামার ফেস্ট মূলত একটি উদ্যোক্তাদের নিয়ে গেট টুগেদার প্রোগ্রাম, যেখানে সকল উদ্যোক্তারা একত্রিত হয় এবং তাদের পণ্য প্রদর্শনী করার সুযোগ পায়। এই পণ্য প্রদর্শনী থেকে অনেক বেচাকেনা হয়। সবার কাছে দোয়া চাই আমরা নারীরা যেনো একসাথে পথ চলতে পারি। কথায় আছে- বিন্দু বিন্দু থেকে সিন্ধু হয় আজ যেটা ছোট পরিসরে শুরু হয়েছে আপনাদের সেটা বৃহৎ আকারে দেখতে পাব সারা বাংলাদেশ নয় সারা বিশ্বে সারা বিশ্বের কাছে এই উদ্যোক্তারা তাদের প্রোডাক্ট নিয়ে হাজির হবে।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: