আল-আমিন খোকন রাজবাড়ী জেলা প্রতিনিধি রাজবাড়ী সদর হাসপাতালে শুরু হয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বা বৈকালিক চেম্বার। এর মধ্য দিয়ে বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকের মতোই সরকারি হাসপাতালে ফি দিয়ে বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর সুযোগ পাচ্ছেন রোগীরা।.
বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেল ৩টায় রাজবাড়ী সদর হাসপাতালসহ সারাদেশের ৫১টি সরকারি হাসপাতালে এ সেবা কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী।এদিকে উদ্বোধনের দুঘণ্টার বেশি সময় পার হলেও রাজবাড়ীর বৈকালিক চেম্বারে এসেছেন মাত্র আট রোগী। এরমধ্যে দুজন অর্থপেডিক ও ছয়জন শিশু রোগী। এ অবস্থায় অলস সময় পার করছেন চিকিৎস ও তার সহযোগীরা।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: