রাত ১১ টায় হঠাৎ শোরগোল, ‘আগুন, আগুন, বাঁচাও বাঁচাও। এলাকাবাসীরা ঘটনাস্থলে ছুটে আসতে না আসতেই ১০ মিনিট পর অপরদিকে আবারো একই শোরগোল। রাত হলেই জ¦লে উঠছে খড়ের গাদায় আগুন। পরপর দুই রাতে এমন ঘটনায় আতঙ্ক বিরাজ করছে এলাকাবাসীর মধ্যে।.
ঘটনাটি গত বুধবার ও মঙ্গলবার রাতে দিনাজপুরের ফুলবাড়ী পৌরএলাকার ৬ নং ওয়ার্ডের বুন্দিপাড়া গ্রামে ঘটেছে। জানা যায়, গত বুধবার রাতে বুন্দিপাড়া গ্রামে রাত ১১টায় তোছা উদ্দিন ও মিজু রহমানের পৃথক দুটি খড়ের গাদায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একইভাবে গত মঙ্গলবার রাত দেড়টায় নবিউল ইসলাম ও মো. বাদলের খড়ের গাদায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরপর দুইদিন এমন ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। .
এলাকাবাসী জামান মিয়া, রমজান মিয়া, মমিনুল ইসলাম ও বিপ্লব জানান, রাত হলেই খড়ের গাদায় প্রতিদিন জ¦লে উঠছে আগুন। প্রতিদিন এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কিছু দুষ্কৃতিকারীরা এলাকায় অরাজকতা সৃষ্টি করতেই এমন কর্মকা- চালাচ্ছে। ইতোপূর্বে এলাকায় কিছু চুরির ঘটনা ঘটেছে। আমরা ধারণা করছি আগুন লাগিয়ে আমাদের মনোযোগ অন্যদিকে করে চুরির চক্রান্ত চলছে। আইনশৃঙ্খলার অবনতি ঘটছে। আমরা দ্রুত ওই দুষ্কৃতিকারীদের বিচার চাই।.
ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাদের সাথে কথা বললে তারা বলেন, রোজ রোজ এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক। কে বা কাহারা চক্রান্ত করেই এধরণের কর্মকা- চালাচ্ছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশ্রাফুল ইসলাম বলেন, ঘটনাটি জানতে পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এটি কে বা কাহারা করছে আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
.
.
ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :
আপনার মতামত লিখুন: