• ঢাকা
  • সোমবার, ৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ; ১৭ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

রামগতিতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে বাড়ি ঘেরাও


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ১৫ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৪:০৮ পিএম;
রামগতিতে,  মানসিক  ভারসাম্যহীন,  নারীকে ধর্ষণের অভিযোগে,  বাড়ি ঘেরাও
রামগতিতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে বাড়ি ঘেরাও

নাসির মাহমুদ(লক্ষ্মীপুর  জেলা প্রতিনিধি): লক্ষ্মীপুরের রামগতিতে মানসিক ভারসাম্যহীন ভাসমান এক পাগলীকে ধর্ষণের অভিযোগ উঠেছে শামীম নামের   স্থানীয় এক বখাটের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে উপজেলার চরগাজী ইউনিয়নের চর লক্ষ্মী গ্রামের নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদপুর তেগাছিয়া বাজারের নিকটবর্তী নির্জন একটি জায়গায় ঘটনা ঘটে।.

 .

ঘটনায় শুক্রবার জুমার নামাজের পরে স্থানীয় মসজিদের মুসল্লীরা সহ গ্রামবাসী অভিযুক্তের বাড়ি ঘেরাও করেছেন। বিষয়টি টের পেয়ে অভিযুক্ত ধর্ষক পালিয়ে গেছে। অভিযুক্ত মো. শামীম (৩২) ওই এলাকার বশির উল্লাহর ছেলে।.

স্থানীয় মোহাম্মদপুর তেগাছিয়া জামে মসজিদের সভাপতি নাছির উদ্দীন জগলু  ডে-নাইট নিউজকে জানান, বৃহস্পতিবার রাতে স্থানীয় বশির উল্লাহর বখাটে ছেলে শামীম পাগলীটিকে জোরপূর্বক ধর্ষণ করার বিষয়টি মোহাম্মদপুর তেগাছিয়া বাজারের নৈশপ্রহরীরা তাকে জানিয়েছেন। এছাড়া আনুমানিক (৩০) বছর বয়সী মানসিক ভারসাম্যহীন পাগলীটি গত কয়েকদিন যাবত ওই বাজারে ঘুরাঘুরি করতে দেখেছেন তিনি .

তিনি আরও জানান, ধর্ষণের শিকার পাগলীটির  চিৎকার শুনে নৈশপ্রহরীরা ঘটনাস্থলে এগিয়ে গেলে শামিম দৌড়ে পালিয়ে যায়। নৈশপ্রহরীরা শামিমকে চিনতে পেরে রাতেই তাকে জানান।.

পরে শুক্রবার জুমার নামাজের আগে বিষয়টি নিয়ে মসজিদে আলোচনা হয়। এরপর মুসল্লীরা অভিযুক্তকে ধরতে তার বাড়ি ঘেরাও করেন।  তবে অভিযুক্ত ধর্ষক শামীম পালিয়ে যাওয়ায় তাকে ধরা সম্ভব হয়নি বলে জানান তিনি।.

মোহাম্মদপুর তেগাছিয়া জামে মসজিদের ইমাম মাওলানা শরিফুল ইসলাম বাড়ি ঘেরাও করার কথা নিশ্চিত করে জানান, অভিযুক্ত শামীম পালিয়ে যাওয়ায় তাকে ধরা যায়নি।  তবে তার বাবা-মা যেন তাকে হাজির করেন সে ব্যপারে কড়া হুশিয়ারী দেওয়া হয়েছে। তিনি আরও বলেনঅভিযুক্ত শামীম পালিয়ে যাওয়ায় অর্থই হচ্ছে সে দোষি।.

স্থানীয় আবুবকর ছিদ্দিক, আলমগীর হোসেন বিল্লাল হোসেন সহ কয়েকজন জানান, অভিযুক্ত শামীম এর আগেও একই ধরনের কাজে ধরা পড়েছিল। ওই সময়  বিচার না হওয়ার আবারও ঘৃণিত  কাজে জড়িয়েছে। তারা শামিমের সর্বোচ্চ শাস্তির দাবি করেন।.

এবিষয়ে অভিযুক্ত শামীম তার পরিবারের সদস্যদের সাথে কথা বলতে একাধিকবার ফোন করেও রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি।.

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কবির হোসেন বলেনবিষয়টি তিনি শুনেছেন। তবে তেগাছিয়া বাজার এলাকাটি হাতিয়া থানার অন্তর্ভুক্ত হওয়ায় তারাই বিষয়টি দেখবেন বলে জানান তিনি।.

.

ডে-নাইট-নিউজ /

নারী ও শিশু বিভাগের জনপ্রিয় সংবাদ