• ঢাকা
  • মঙ্গলবার, ২৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ; ১১ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

মাগুরায় ধর্ষণের শিকার শিশুর জন্য বিচার চাইলেন বিএমইউজে


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২:৫১ পিএম;
মাগুরায়,  ধর্ষণের শিকার, শিশুর জন্য,  বিচার চাইলেন, বিএমইউজে
মাগুরায় ধর্ষণের শিকার শিশুর জন্য বিচার চাইলেন বিএমইউজে
মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় উত্তাল দেশ। ধর্ষণে অভিযুক্তদের জনসম্মুখে ফাঁসি ও জনপরিসরে নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে দেশের বিভিন্ন জেলায় মহাসড়ক অবরোধ করে আন্দোলন চলছে। সঙ্গে নিন্দার ঝড় বইছে সোশ্যাল মিডিয়াতেও।এই মুহূর্তে হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৮ বছরের সেই শিশু। সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে বেড়াচ্ছে শিশুটির অচেতন অবতার। 
 
 
 
 
এমন মর্মান্তিক ও ন্যাক্কারজনক ঘটনা স্বাভাবিকভাবে মানুষের মনে দাগ কেটেছে, তাই তো দেশের সকল শ্রেণীর সচেতন নাগরিক চুপ থাকতে পারল না সেই শিশুটিকে নিয়ে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি চাচ্ছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন বিএমইউজে । অনতিবিলম্বে দোষীদের শাস্তির দাবী জানায় দেশের সকল সচেতন নাগরিকের পাশাপাশি এই সাংবাদিক সংগঠনটিও  এক বিবৃতিতে সংগঠনের সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ ও সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন নিলু , সাংগঠনিক সম্পাদক সোহাগ আরেফিন নারায়ণগঞ্জ থেকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (BMUJ)  নারায়ণগঞ্জ জেলা শাখা কমিটির  সভাপতি মোঃ মনিরুল ইসলাম।
 
 
 
সাধারণ সম্পাদক  মোহাম্মদ জাহাঙ্গীর আলম হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক মো: সূর্য আহমেদ মিঠুন, ফেনী থেকে  সাঈদ খান মাসুম বিল্লাহ সহ কক্সবাজার থেকে মোঃ শহিদুল্লাহ ,  মাদারীপুর থেকে  আবুল খায়ের গোপালগঞ্জ থেকে হাফেজ সিকান্দার আলী , আমিনুজ্জামান রিপন ইনসান আলী , ঢাকা মহানগর দক্ষিণের আব্দুল মালিক মনি , শিমুল খান সহ পাবনা থেকে আব্দুস সালাম ,নওগাঁ থেকে খোরশেদ আলম  সহ জেলা উপজেলার সকল নেতৃবৃন্দ আট বছরের এই শিশুর ওপর পাশবিক নির্যাতন ও ধর্ষণের তীব্র নিন্দা এবং দোষীদের দ্রুত ফাঁসির দাবি করেন  |
.

ডে-নাইট-নিউজ / সূর্য আহমেদ মিঠুন - স্টাফ রিপোর্টার

নারী ও শিশু বিভাগের জনপ্রিয় সংবাদ