• ঢাকা
  • সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

রোহিঙ্গাদের জন্য আরও ২৪ মিলিয়ন ডলার সহায়তা যুক্তরাষ্ট্রের


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:১৫ পিএম;
রোহিঙ্গাদের জন্য আরও ২৪ মিলিয়ন ডলার সহায়তা যুক্তরাষ্ট্রের
রোহিঙ্গাদের জন্য আরও ২৪ মিলিয়ন ডলার সহায়তা যুক্তরাষ্ট্রের

বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা জনগোষ্ঠীর খাদ্য সহায়তায় আরও ২৩ দশমিক ৮ মিলিয়ন ডলার দিচ্ছে ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি)। এই অর্থ ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের (ডব্লিওএফপি) মাধ্যমে খাদ্য ও পুষ্টির চাহিদা মেটাতে ব্যয় করা হবে। .

সোমবার (১০ এপ্রিল) ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।.

এতে বলা হয়, "এই তহবিল ব্যয়ে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে কক্সবাজার ও ভাসানচরে অবস্থিত শিশু, অন্তঃস্বত্ত্বা ও মাতৃদুগ্ধদানকারী নারীদের।".

মার্কিন দূতাবাসের বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, "বাংলাদেশে অবস্থিত উদ্বাস্তুদের সহায়তার জন্য যুক্তরাষ্ট্র অঙ্গীকারাবদ্ধ, তবে সহায়তা আরও অনেক বেশি দরকার। আমরা বিভিন্ন দাতা সংস্থাগুলোকে আরও সহায়তা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানাই।".

একইসঙ্গে রোহিঙ্গাদের টেকসই জীবিকা নির্বাহ সংশ্লিষ্ট কার্যক্রমে অন্তর্ভুক্ত করতে বাংলাদেশের প্রতিও আহ্বান জানানো হয়।.

বাংলাদেশে অবস্থিত ১০ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য ২০১৭ সাল থেকে দেশটি এ পর্যন্ত ২ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে। এর মধ্যে চলতি বছরে এ পর্যন্ত ১০০ মিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে।.

বিদেশি দাতা সংস্থাগুলোর সহায়তা কমতে থাকায় সম্প্রতি রোহিঙ্গাদের খাবারের জন্য বরাদ্দকৃত তহবিল কমানোর ঘোষণা দিয়েছে ডব্লিওএফপি ।. .

ডে-নাইট-নিউজ / দিদারুল আলম জিসান: 

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ