• ঢাকা
  • রবিবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

লক্ষ্মীপুরের কমলনগরে ৪ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ০১ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১০:৪৪ এএম;
লক্ষ্মীপুরের কমলনগরে ৪ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা
লক্ষ্মীপুরের কমলনগরে ৪ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

স্বাস্থ্য অধিদপ্তরের প্রয়োজনীয় কাগজ পত্র না থাকায় লক্ষ্মীপুরের কমলনগরে ৪ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) পুদম পুষ্প চাকমা উপজেলার করইতলা বাজারের এ সব ডায়াগনস্টিক সেন্টারগুলো সিলগালা করে বন্ধ করে দেন। এ সময় এদের প্রত্যেককে ৫হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।.

বন্ধ হওয়া ডায়াগনস্টিক সেন্টারগুলো হলো-হাইকেয়ার ডায়াগনস্টিক সেন্টার, ইনসাফ ডায়াগনস্টিক সেন্টার, ইসলামীয়া ডায়াগনস্টিক সেন্টার ও নিউ উপকূল ডায়াগনস্টিক সেন্টার।.

কমলনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পুদম পুষ্প চাকমা বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজ পত্র না পাওয়ায় ৪টি ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও আমাদের অভিযান অব্যাহত রয়েছে।. .

ডে-নাইট-নিউজ / নাসির মাহমুদ (লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি)

স্বাস্থ্য ও চিকিৎসা বিভাগের জনপ্রিয় সংবাদ