দীর্ঘ সাত মাস সচিব শূন্য রয়েছে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়ন পরিষদ। অতিরিক্ত দায়িত্বে থাকা সচিব সপ্তাহে এক থেকে দুইদিন অফিস করলেও দাপ্তরিক কাজ সামলাতে হচ্ছে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরকে।
জানা যায়, গত বছরের জুলাই মাসে তৎকালিন ইউপি সচিব দীপক চন্দ্র দাস অন্যত্র বদলি হন। বর্তমানে অতিরিক্ত সচিবের দায়িত্বে রয়েছেন আলাদীপুর ইউনিয়ন পরিষদের সচিব রাজেউর রহমান। তিনি সপ্তাহে এক থেকে দুই দিন শিবনগর ইউনিয়ন পরিষদে বসেন। তবে দাপ্তরিক কাজগুলো সামলাতে হচ্ছে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. মেহেদী হাসানকে। জন্ম-মৃত্যু নিবন্ধন, ট্রেড লাইসেন্স, হোল্ডিং আদায়, বিভিন্ন তালিকা তৈরি, এমআইএসএ এন্ট্রি করণ, ভিজিডি, ভিজিএফের মাস্টারোল তৈরি, চাল বিতরনসহ সকল নাগরিক সেবা তিনিই প্রদান করছেন। মাঝে মাঝে জেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক ৪৫ দিনের মধ্যে জন্মগ্রহন ও মৃত্যু বরনকারীদের নিবন্ধন প্রস্তুত করে তাদের বাড়িতেও দিয়ে আসছেন তিনি।
শিবনগর ইউনিয়নের গ্রামপুলিশ আব্বাস আলী বলেন, ইউপি সচিব নেই তাই দাপ্তরিক কাজগুলো হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. মেহেদী হাসান সামলাচ্ছেন।
স্থানীয় নাগরিক আফতাবুর রহমান বলেন, সাত মাস পূর্বে সচিব অন্যত্র বদলি হলেও নতুন সচিব এখনো মিলেনি। সচিব নিয়োগ হলে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. মেহেদী হাসানের একটু স্বস্তি মিলবে। কারণ সচিব ছাড়া ইউনিয়ন পরিষদ অচল প্রায়।
হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. মেহেদী হাসান বলেন, সচিব নেই তাই নিজের সর্বোচ্চ প্রচেষ্টায় জনগণকে যথাযথ নাগরিক সেবা দিচ্ছি। সচিব নিয়োগ হলে আমার কাজে চাপ কিছুটা কমবে। সংশ্লিষ্টদের দৃষ্টি কামনা করছি দ্রুত সচিব নিয়োগের জন্য।
শিবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছামেদুল ইসলাম মাস্টার বলেন, নতুন সচিব নিয়োগের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সচিব নাই তাই হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরের কাজের চাপ একটু বেশি। সচিব নিয়োগ হলেই দাপ্তরিক দায়িত্ব সচিবই পালন করবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন বলেন, শিবনগর ইউনিয়ন পরিষদের অতিরিক্ত দায়িত্বে আলাদিপুর ইউনিয়ন পরিষদের সচিব রয়েছেন। উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শিঘ্রই নতুন সচিব নিয়োগ দেয়া হবে।
.
ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :
আপনার মতামত লিখুন: