• ঢাকা
  • শুক্রবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

শৈলকুপায় নির্বাচন পরবর্তী সহিংসতায়  প্রকাশ্যে পিটিয়ে  হত্যা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ০৮ জানুয়ারী, ২০২২ খ্রিস্টাব্দ, ০৫:০২ পিএম;
শৈলকুপায় নির্বাচন পরবর্তী সহিংসতায়  প্রকাশ্যে পিটিয়ে  হত্যা
শৈলকুপায় নির্বাচন পরবর্তী সহিংসতায়  প্রকাশ্যে পিটিয়ে  হত্যা

ঝিনাইদহের শৈলকুপায় আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে।   নির্বাচন পরবর্তী সহিংসতায় আজ কল্লোল খন্দকার (৪০) নামের একজন কে প্রকাশ্যে পিটিয়ে ও হাতুড়ি পেটা করে হত্যা করা হয়েছে। সন্ত্রাসী হামলাকারীদের ধাওয়ায় ২ কিলোমিটার দৌড়ে পালানোর চেষ্টা করেও রক্ষা পায়না । আজ দুপুর ১২ টার পরে উপজেলার বগুড়া ইউনিয়নের বগুড়া গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। আরো ২জন আহত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত চেয়ারম্যান যুবলীগ নেতা শফিকুল ইসলাম শিমুলের  সমর্থকরা হত্যাকান্ড চালায় বলে নিহতের পরিবারের অভিযোগ। নিহত কল্লোল বগুড়া গ্রামের মৃত আকবর খন্দকারের ছেলে।  গ্রামের মাঠে পেয়াজ লাগানোর সময় হামলার শিকার হন, হাসপাতালে আনা হলে ডাক্তাররা মৃত ঘোষনা করেন। নিহত কল্লোল বগুড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলামের সমর্থক বলে জানা গেছে।পুলিশ ও গোয়েন্দা সংস্থা নিশ্চিত করেছে নির্বাচন পরবর্তী সহিংসতায় আজ বগুড়াতে প্রাণহানী ঘটেছে। প্রসঙ্গত, শৈলকুপা উপজেলার ১০ নং বগুড়া ইউনিয়নে ৫ম ধাপের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শিমুল। এখানকার বর্তমান চেয়ারম্যান ও বগুড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম সহ বেশ কয়েকজন নেতা দলীয় মনোনয়ন চেয়েছিল। শৈলকুপায় নির্বাচনী সহিংসতায় মোট প্রাণ গেল ৫ জনের। ইউনিয়নে ইউনিয়নে চলছে বাড়ি-ঘর ভাংচুর, লুটপাট, রয়েছে আরো নৈরাজ্য ও প্রাণহানীর আশংকা।.

.

ডে-নাইট-নিউজ / ঝিনাইদহ প্রতিনিধিঃ

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ