সংবাদ প্রকাশের পর কমলনগরে প্রবাহমান খালে নির্মাণাধীন সেই ব্রীজটি ভেঙ্গে দিলো প্রশাসন
ডে-নাইট-নিউজ ;
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ ফেরুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৭:৩৬ পিএম;
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর মার্টিন ইউনিয়নের বলিরপোল বাজার এলাকায় প্রবাহমান খাল দখল ও ভরাট করে বাড়ির পাশে নির্মাণাধীন সেই ব্রীজ ভেঙ্গে দিয়েছেন প্রশাসন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সরেজমিনে গিয়ে ভূমি অফিসের সার্ভেয়ার আবদুল্লাহ আল মামুন ও ইউনি ভূমি কর্মকর্তা জাপর আকবর হোছাইন ও জাকির হোসেনের উপস্থিত থেকে এই ব্রীজটি ভেঙে দেন।
জানা যায়, কিছুদিন থেকে জারির দোনা খালের উপর ব্যক্তিগত ব্যবহারের জন্য ব্রীজ নির্মান করেন ওই এলাকার শামছুল হক। ৪০ফুট চওড়া খালের দু'পাশ ভরাট করে মাত্র ১০ফুট চওড়া ১৬ফুট লম্বা ব্রীজ(কালভার্ট) নির্মান শুরু করে সে। এসময় স্থাণীয়রা বাঁধা দিলেও জোরপূর্বক ব্রীজ নির্মান করা হয়। বিষয়টি নিয়ে বিভিন্ন পত্রিকায় একাধিক নিউজ হলে টনক নড়ে প্রশাসনের। পরে আজ দুপুরে স্থানীয়দের সহযোগীতায় ওই ব্রীজটি ভেঙ্গে ফেলা হয়।
উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আব্দুল্লাহ আল মামুন বলেন, জারির দোনা খালের উপর অবৈধ দখলে ব্রীজ নির্মান করা হচ্ছে,এমন খবরে ইউএনও স্যারে নির্দেশে অবৈধ ব্রীজটি ভেঙে ফেলা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.রাহাত উজ জামান বলেন, ‘খাল দখল করে ব্যক্তিগত ব্রীজ নির্মাণ করা অন্যায়। যা পরিবেশের জন্য খুবই হুমকি। জনগনের ক্ষতির কথা চিন্তা করে ব্রীজ ভেঙে দেয়া হয়েছে।
.
ডে-নাইট-নিউজ / মোঃ নুর হোসেন কমলনগর প্রতিনিধি
সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ
আপনার মতামত লিখুন: