• ঢাকা
  • শুক্রবার, ১৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ; ২৮ ফেরুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

সাবেক স্ত্রীর ছবি এডিট করে ফেসবুকে ছড়িয়ে অপ্রচার


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ ফেরুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৮:৫১ পিএম;
সাবেক স্ত্রীর ছবি,  এডিট ফেসবুকে ছড়িয়ে,  অপ্রচার
সাবেক স্ত্রীর ছবি এডিট করে ফেসবুকে ছড়িয়ে অপ্রচার

স্টাফ রিপোর্টার : নারী ও জুয়ার প্রতি নেশা পুরুষের আদিম যুগ হতেই আর এই নেশার কারনে ধ্বংস হয়েছে বহু পুরুষের জীবন, নষ্ট হয়েছে সাজানো গোছানো হাজারো সংসার। এমনই একটি ঘটনা ঘটেছে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন এম সি বাজার এলাকায়। মদ জুয়া ও বহু নারীতে আসক্ত হয়ে দীর্ঘ চার বছরের দাম্পত্য জীবনের অবসান। ১০/০২/ ২০২০খ্রিঃ কোটের মাধ্যমে এফিডেভিট করে বিবাহ বন্ধন আবদ্ধ হয় ময়মনসিংহ জেলার ফুলপুর থানার আব্দুল মান্নানের মেয়ে মর্জিনার সাথে নেত্রকোনা জেলার আব্দুর রহমানের ছেলে মোঃ মুজাম্মেল হক (৩৮) পিতা আঃরহমান,সাং কাশতলা, থানা বারহাট্টা, জেলা নেত্রকোনা। .

 .

বর্তমান সাং মাওনা এমসি বাজার, থানা শ্রীপুর, জেলা গাজীপুর। মোঃ মোজাম্মেল হক বিভিন্ন সময় বিভিন্ন মেয়ে দেরকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তুলতেন। সেই অন্তরঙ্গ সময়ের গোপন ক্যামেরা দ্বারা গোপনে ভিডিও ধারণ করে পরে তাদেরকে ব্ল্যাকমেইল করতেন । মোটা অংকের অর্থ আদায় করতেন। একসাথে চাকরি করার সুবাদে পরিচয় হয় মর্জিনা খাতুন এর সাথে। পরিচয় এর একপর্যায়ে তাদের ঘনিষ্ঠতা বারে।তারা বিয়ের পিড়িতে বসেন। মর্জিনা খাতুন বিয়ের পর যানতে পারেন যে মোজাম্মেল হকের দেশের বাড়িতে স্ত্রী ও সন্তান আছে। মোজাম্মল হক বিভিন্ন সময়ে মর্জিনা খাতুনের কাছে মাদক ও জুয়া খেলার জন্য টাকা চায়।মুজাম্মেল হক,মর্জিনা খাতুন কে মাদক ও জুয়া খেলার টাকার জন্য শারীরিক ও মানসিক নির্যাতন করেন। এবং পূর্বের নাই মর্জিনা খাতুনের অন্তরঙ্গ সময়ের ছবি ভিডিও গোপনে ক্যামেরায় ধারণ করেন। এক পর্যায়ে মর্জিনা খাতুন মোঃ মোজাম্মেল হকের স্যার এরকম মানুষই নির্যাতন সহ্য করতে না পেরে গত বছরের ১৪/০৭/ ২০২৪খ্রিঃ মোজাম্মেল হক কে ডিভোর্স প্রদান করেন। মর্জিনা খাতুন মোজ্জামেল হককে ডিভোর্স দেয়ার পর, মোজাম্মেল হক হিংস্র বাঘের মত আচরণ শুরু করেন। .

 .

মর্জিনা খাতুনের ছবি এডিট করে পূর্ণ গ্রাফিক্স ছবি ও ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল করে। এবং বিভিন্ন মেয়েদের সাথে শারীরিক সম্পর্কের ভিডিও দেখিয়ে মিথ্যা মামলার হুমকি দিয়ে আসছে । মোজাম্মেল হক এর এখন কর্মকান্ডে শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছেন মর্জিনা খাতুন। মর্জিনা খাতুন এই প্রতারক নেশাখোর মাতাল মোজাম্মেল হক এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। মর্জিনা খাতুন বাধ্য হয়ে গাজীপুর বাসন থানায়,১,টি ও শ্রীপুর থানায়, ১,টি অভিযোগ দায়ের করেন। মর্জিনা খাতুন বলেন আমি মোজাম্মেল হক এর এমন শাস্তি চাই যেন সে আর কোনদিন আমার মত কোন মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে না পারে।.

 . .

ডে-নাইট-নিউজ /

নারী ও শিশু বিভাগের জনপ্রিয় সংবাদ