• ঢাকা
  • সোমবার, ১৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ৩০ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

সখিপুরে নিয়োগে অনিয়মের অভিযোগে মানববন্ধন


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ০৫ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২:১০ পিএম;
সখিপুর, নিয়োগ, অনিয়ম, অভিযোগ, মানববন্ধন,
সখিপুরে নিয়োগে অনিয়মের অভিযোগে মানববন্ধন

সখিপুরে নিয়োগে অনিয়মের অভিযোগে মানববন্ধন সাদিক বিপ্লব, বিশেষ প্রতিনিধি; টাংগাইল সখিপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের দিঘীরচালা জেআই দাখিল মাদরাসার সাকেক সভাপতি ফরিদ ও মাদ্রাসার দায়িত্বরত সুপার মাওলানা আব্দুল লতিফ বিরুদ্ধে অবৈধ নিয়োগ বানিজ্যের অভিযোগ এনে মানববন্ধন করেছে এলাকাবাসী। সার্কুলার অনুসারে আবেদন করা এক প্রার্থী মোঃ সুলতান মিয়া,আজ ০৪ অক্টোবর দিঘীরচালা বাজারে বাদজুম্মা এলাকা বাসী ও ভুক্তভোগীসহ ৩/৪শত লোক সখিপুর কালিহাতী রাস্তায় এ মানববন্ধন করেন। এর আগে ভুক্তভোগী ঐ প্রার্থী সুষ্ঠু তদন্তের জন্য উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি লিখিত অভিযোগ দেয়। তিনি জানায় গতবছরের ১৩সেপ্টেম্বর ঐ মাদ্রাসায় সহসুপার পদ খালি থাকায় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে।.

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

আমি নিয়ম মেনেই আবেদন ও পরীক্ষায় অংশ গ্রহণ করি। নিয়োগ পরীক্ষা হয় ৩০ ডিসেম্বর ২০২৩ এ।উক্ত নিয়োগ পরীক্ষার ফলাফল ঘোষণা না করে প্রতিষ্ঠান প্রধান ও ঐসময়ের সভাপতির পরামর্শে এক প্রতিনিধি দীর্ঘ সময় পর ফলাফল স্থগিত করে চলে যান। মাদ্রাসায় নিয়োগ সংক্রান্ত জটিলতা হলে সাবেক এমপি অনুপম শাজাহান জয় স্থানীয় লোকজনের সাথে কথা বলে বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে পুনরায় বিজ্ঞপ্তি দেওয়ার পরামর্শ দেন। কিন্তু ঐ প্রতিষ্ঠান প্রধান ও সভাপতি তা না করে দীর্ঘ ৯মাস পর এ বছর ১১ সেপ্টেম্বর ঐসময় আবেদন করা একজনকে অর্থাৎ মাওলানা খোরশেদ আলমকে সহসুপার পদে নিয়োগ দিয়ে সেপ্টেম্বরে মাসে বেসরকারি বিধি অনুসারে বেতন কাঠামোর অন্তর্ভুক্ত করেছ। যা সম্পূর্ণ অবৈধ ও নিয়ম বহির্ভূত।উল্লেখ থাকে যে, উক্ত নিয়োগ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছিলেন মাওলানা সুলতান মাহমুদ নামের এক প্রার্থী। এখানে প্রথম স্থান অধিকারকারীকে বাদ দিয়ে অন্য আরেকজনকে নিয়োগ দেওয়াটাই ছিল সম্পূর্ণ অবৈধ ও বেআইনী।.

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

ভুক্তভোগী জানায়, নিয়োগ প্রক্রিয়ায় অবৈধ লেনদেন হয়েছ। তাই আমার দাবী এ নিয়োগ বাতিল করে পুনরায় বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ দেয়া হোক। এ ব্যাপারে ওই মাদ্রাসার সাবেক সভাপতি মিনহাজ উদ্দিন বলেন আমরা জানি নিয়োগ স্থগিত করা হয়েছে, সুপার সাহেব আমাদেরকে তাই জানিয়েছেন। এখন দেখি শিক্ষক নিয়োগ দিয়ে বিল করিয়ে ফেলেছেন, যা একজন আলেমের পক্ষে মোটেই উচিত হয়নি। এ ব্যাপারে আরেক ক্যান্ডিডেট আব্দুস সালাম বলেন আমিও যথারীতি পরীক্ষা দেই। কিন্তু আমাদেরকে কোন প্রকার রেজাল্ট দেয় নাই, আমাদের জানাইছে এই পরীক্ষা বাতিল করে আবার নতুনভাবে সার্কুলার দিবে,কিন্তু এখন শুনি আমাদেরই একজনকে নিয়োগ দিয়েছে। এটি মোনাফেকি করা হয়েছে আমাদের সাথে। জিজ্ঞাসা করা হলে সুপার মাওলানা আব্দুল লতিফ বলেন বিধি মোতাবেক নিয়োগ দেওয়া হয়েছে এবং বিলও করা হয়েছে। ওই সময়কার সভাপতি মোঃ শেখ ফরিদ বলেন বিধি মোতাবেকই নিয়োগ দেয়া হয়েছে। মানব বন্ধনে উপস্থিত এলাকাবাসী বলেন, আমাদের দাবী একটাই এ অবৈধ নিয়োগ বাতিল করে নিয়োগ পরীক্ষায় যিনি প্রথম স্থান অধিকার করেছিলেন তাকে অর্থাৎ মাওলানা সুলতান মাহমুদকে নিয়োগ প্রদান এবং অত্র মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল লতিফ ও সাবেক সভাপতি ফরিদের দৃষ্টান্ত মূলক বিচার দাবী করলেন।. .

ডে-নাইট-নিউজ / সাদিক বিপ্লব

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ