• ঢাকা
  • সোমবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

সিলেট এমএজি ওসমানী হাসপাতালে সিনিয়র নার্সিং অফিসার নজরুল ইসলাম বাবুলের বিদায় সংবর্ধনা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৭:২১ পিএম;
সিলেট, এমএজি, ওসমানী, হাসপাতাল, সিনিয়র, নার্সিং, অফিসার, নজরুল ইসলাম বাবুল, বিদায় সংবর্ধনা,
সিলেট এমএজি ওসমানী হাসপাতালে সিনিয়র নার্সিং অফিসার নজরুল ইসলাম বাবুলের বিদায় সংবর্ধনা

সিলেট প্রতিনিধি : সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সদ্য বিদায়ী নার্সিং অফিসার ও একজন নিভৃতচারী সমাজসেবক মো.নজরুল ইসলাম বাবুল এর এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান শনিবার হাসপাতালের  সেমিনার হলে অনুস্টিত হয়। সংবর্ধনা অনুষ্টানে উপস্থিত ছিলেন ও বিদায়ী নার্সিং অফিসার মো.নজরুল ইসলাম বাবুলকে ফুল দিয়ে বরণ করেন নেতৃবৃন্দ।.

 .

 .

 .

 .


সেবা তত্ত্বাবধায়ক রিনা বেগম এর সভাপতিত্বে ও বিএনএ সেক্রেটারি মোঃ সোহেল আহমদ এর পরিচালনায় এতে উপস্থিত  থেকে বক্তব্য রাখেন উপসেবা তত্ত্বাবধায়ক ফেরদৌসী বেগম, বিএনএ সিলেট শাখার নব নির্বাচিত সভাপতি শামীমা নাসরিন সহ নার্সিং সুপার ভাইজার বৃন্দ, সিলেট এম এ জি মেডিকেল কলেজ হাসপাতালের ৪২ টি ওয়ার্ডের নার্সিং ওয়ার্ড ইনচার্জ অফিসারবৃন্দ। নজরুল ইসলাম বাবুল আবেগাপ্লুত হয়ে বলেন,৩১ তারিখ আমার  নার্সিং জীবনের  বড়ই আনন্দের দিন। সর্ব প্রথম পরম করুনাময় আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই। আমি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি যার অনুপ্রেরণায় হাত ধরে সার্বিক সহযোগিতায় নার্সিং জীবনে প্রবেশ করে ছিলাম সেই আমার শ্রদ্ধেয় বড় বোন (সিলেট নার্সিং কলেজের) সাবেক অধ্যক্ষ মরহুমা জনাব নুরজাহান বেগম এর প্রতি। ১৯৮৮ইং হইতে অদ্য ৩১ আগোষ্ট ২০২৪ ইং তারিখ শনিবার পর্যন্ত আমার  নার্সিং সেবার শেষ দিনের স্মৃতিটুকু আজীবন মনে থাকবে। শারীরিক অসুস্থতা জনিত কারণে চাকরির (৩) তিন বছর মেয়াদ থাকা সত্ত্বেও নিজের ইচ্ছায়  পি.আর.এল.এ অবসরে সম্মানের সহিত বিদায় নিতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ  করছি আমার শ্রদ্ধাভাজন বিএনএ এর উপদেষ্টা মন্ডলী ও হাসপাতালের সকল নার্সিং কর্মকর্তা বৃন্দের প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।.

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

আল্লাহর দরবারে আবারও লাখো কোটি শুকরিয়া আদায় করছি আমার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করার জন্য। আমার নার্সিং সেবার দীর্ঘ জীবনে আমার সহকর্মীবৃন্দ ভাই ও বোনদের প্রতি কর্মের ক্ষেত্রে যদি নিজের অজান্তে কোন ভূল ত্রুটি বা অসদাচরণ করে থাকি বা কারো মনে কষ্ট দিয়ে থাকি তার জন্য আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি। আপনারা আমাকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবেন,আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদেরকে হয়ত আমি কিছুই দিতে পারিনি। পরিশেষে একটা কথাই বলবো যে,আপনারা  যে যেখানে  নার্সিং পেশায় নিয়োজিত  আছেন সবাই  নিষ্ঠার সহিত আন্তরিক ভাবে নার্সিং সেবা দিয়ে দেশের ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে চেষ্টা  করবেন। নার্সিং  সেবা যে মহৎ  ও মহান পেশা এটা প্রমান করতে চেষ্টা করবেন। সবার জন্য দোয়া ও আন্তরিক ভালোবাসা রইলো।. .

ডে-নাইট-নিউজ /

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ