• ঢাকা
  • রবিবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৪ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

সুদানের রাজধানী খার্তুমে বিমান হামলায় নিহত ১৭


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ১৮ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০:৪৩ এএম;
সুদানের রাজধানী খার্তুমে বিমান হামলায় নিহত ১৭
সুদানের রাজধানী খার্তুমে বিমান হামলায় নিহত ১৭

সুদানের রাজধানী খার্তুমে বিমান হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন শিশু রয়েছে। গতকাল শনিবার এ হামলার ঘটনা ঘটে। খবর বিবিসির।.

বিবিসির প্রতিবেদনে বলা হয়, বিমান হামলায় ঘনবসতিপূর্ণ ইয়ারমুক জেলায় ২৫টি বাড়ি ধ্বংস হয়ে গেছে।.

সুদানের সেনাবাহিনীর একজন শীর্ষ জেনারেল দেশটির আধা-সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সের বিরুদ্ধে হামলা বাড়ানোর হুমকি দেওয়ার একদিন পর এই বিমান হামলার ঘটনা ঘটল।.

গতকাল শনিবার সংঘাতরত উভয়পক্ষ ৭২ ঘণ্টার অস্ত্রবিরতিতে সম্মত হয়। স্থানীয় সময় রবিবার সকাল ৬টা থেকে এই অস্ত্রবিরতি কার্যকর হওয়ার কথা। সৌদি ও মার্কিন এই সিদ্ধান্তের মধ্যস্থতা করে।.

পর্যবেক্ষক সংস্থাগুলোর ধারণা, চলমান সংঘাতে মৃতের সংখ্যা হাজারের ওপর। যাদের বেশিরভাগ বেসামরিক নাগরিক। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ২২ লাখ। প্রতিবেশী দেশগুলোয় আশ্রয় নিয়েছে ৫ লাখের বেশি মানুষ।.

.

ডে-নাইট-নিউজ /

আর্ন্তজাতিক বিভাগের জনপ্রিয় সংবাদ