• ঢাকা
  • বৃহস্পতিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

কঙ্গোতে জাতিসংঘের দুই বিশেষজ্ঞ হত্যায় ৫১ জনের মৃত্যুদন্ড


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:৪১ এএম;
কঙ্গোতে জাতিসংঘের দুই বিশেষজ্ঞ হত্যায় ৫১ জনের মৃত্যুদন্ড
কঙ্গোতে জাতিসংঘের দুই বিশেষজ্ঞ হত্যায় ৫১ জনের মৃত্যুদন্ড

কঙ্গোতে জাতিসংঘের দুই বিশেষজ্ঞ হত্যার দায়ে ৫১ জনের মৃত্যুদন্ড দিয়েছেন কঙ্গোর সামরিক আদালত। প্রায় ৫ বছর আগে দেশটিতে কঙ্গোর বিরোধপূর্ণ কাসাই অঞ্চলে সহিংসতার ঘটনায় তদন্ত করতে গিয়ে মাইকেল শার্প ও জাইদা কাতালান হত্যাকান্ডের শিকার হন। মাইকেল শার্প একজন আমেরিকান এবং জাইদা একজন সুইডিশ।.

মানবাধিকার এই দুই কূটনীতিককে হত্যার ঘটনা ব্যাপকভাবে নাড়া দেয় গোটা বিশ্বকে। এ হত্যাকাণ্ডের জন্য চার বছরেরও বেশি সময় ধরে বিচার কাজ চলছে দেশটির সামরিক আদালতে।.

জানা গেছে, আমেরিকান নাগরিক মাইকেল শার্প ও সুইডেনের নাগরিক জাইদা কাতালান ২০১৭ সালের মার্চে কঙ্গোর কাসাই অঞ্চলে যান। সরকারি বাহিনী ও একটি সশস্ত্রগোষ্ঠীর মধ্যে সহিংসতার ঘটনার তদন্ত করতে গিয়েছিলেন তারা। রাস্তার পাশে তাদের গাড়ি রোধ করে হত্যা করা হয়। নিখোঁজ হওয়ার পর একই বছর ২৮ মার্চ একটি গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।.

দেশটির কর্তৃপক্ষ দাবি করে সশস্ত্রগোষ্ঠীর লোকেরা তাদের হত্যা করেছে।. .

ডে-নাইট-নিউজ /

আর্ন্তজাতিক বিভাগের জনপ্রিয় সংবাদ