• ঢাকা
  • শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

স্কুল পোশাক না থাকায় স্কুল থেকে বের করে দেয়া স্বর্ণার বাড়িতে জেলা প্রশাসক


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ১৬ মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ, ০৬:৪১ পিএম;
স্কুল পোশাক না থাকায় স্কুল থেকে বের করে দেয়া স্বর্ণার বাড়িতে জেলা প্রশাসক
স্কুল পোশাক না থাকায় স্কুল থেকে বের করে দেয়া স্বর্ণার বাড়িতে জেলা প্রশাসক

স্কুল পোশাক না পরে স্কুল যাওয়ায় থ্যালাসিমিয়ায় আক্রান্ত ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া সিনহা স্বর্ণাকে স্কুল থেকে বের করে দেয়ার ঘটনা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটির কয়েক ঘণ্টায় স্কুল পোষাক ও চিকিৎসার অর্থ নিয়ে স্বর্ণার বাড়িতে হাজির হন জেলা প্রশাসক।.

ঘটনাটি গত বুধবার দিনাজপুরের ফুলবাড়ী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ে ঘটেছে। গত বুধবার রাত ১০ টায় পৌরএলাকার রামচন্দ্রপুর গ্রামে থ্যালাসিমিয়ায় আক্রান্ত ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া সিনহা স্বর্ণার বাড়িতে স্কুল পোশাক ও অর্থ নিয়ে হাজির হন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। সুমাইয়া সিনহা স্বর্ণা ওই এলাকার সুপারি ব্যবসায়ী মো. শাহিনুর ইসলামের মেয়ে। .

এসময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ বারিউল করিম খান, ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিন, ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) শামীমা আক্তার জাহান উপস্থিত ছিলেন। .

এসময় ফুলবাড়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসেম আলী নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে আগামীতে এ ধরনের কোন ঘটনা ঘটাবেন না বলে অঙ্গীকার করেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম বলেন, প্রধান শিক্ষকের এ ধরনের কাজ আমরা পুরো শিক্ষা পরিবার লজ্জিত ও মর্মাহত। এই ধরনের ঘটনার জন্য প্রধান শিক্ষককে শোকজ করা হবে। এছাড়াও এব্যাপারে জেলার সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের এধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য নির্দেশনা প্রদান করা হবে। .

জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি বলেন, সকালে স্কুল থেকে ইউনিফর্ম না থাকার কারণে শিশু শিক্ষার্থীকে প্রধান শিক্ষক বের করে দিয়েছিলেন। এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে প্রকাশ হলে বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আমাকে বিষয়টি দেখে ব্যবস্থাগ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। তাই আমি সেই নির্দেশের আলোকে শিশু সুমাইয়া সিনহা স্বর্ণার জন্য নতুন পোশাক ও আর্থিক সাহায্য করেছি। একই সাথে তার চিকিৎসার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দু/এক দিনের মধ্যে সহযোগিতা প্রদান করা হবে। .

উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্কুল পোশাক না পরে স্কুল যাওয়ায় থ্যালাসিমিয়ায় আক্রান্ত ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া সিনহা স্বর্ণাকে স্কুল থেকে বের করে দেয়ার ঘটনাটি ছড়িয়ে পড়ে। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। পরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জেলা প্রশাসককে স্কুল ছাত্রীর পাশে দাঁড়ানোর জন্য নির্দেশনা প্রদান করা হয়।. .

ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ