দেশের প্রতিটি জেলা ও উপজেলায় চলছে মডেল মসজিদ নির্মাণের কাজ। এরই অংশ হিসাবে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় নির্মাণ করা হচ্ছে মডেল মসজিদ। তবে কমিটির কাছে হস্তান্তরের আগেই মসজিদের বিভিন্ন দেয়ালে ফাটল দেখা দিয়েছে।.
১২ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে মসজিদের নির্মাণ কাজ শুরু হয়। আগামী দু'মাসের মধ্যে কাজ সম্পন্ন করে মসজিদটি কমিটির কাছে হস্তান্তরের কথা রয়েছে। এরই মধ্যে তিনতলা বিশিষ্ট মসজিদের বিভিন্ন দেয়ালের মধ্যে ফাটল দেখতে পান মসজিদ কমিটি ও স্থানীয়রা। .
মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম মুফতি মাসুদুর রহমান বলেন, একসঙ্গে বাংলাদেশে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র করার যে উদ্যোগ সরকার নিয়েছে এটি প্রশংসনীয়। অথচ এই ভবনটি হস্তান্তরের আগেই ফাটল ধরেছে। এর জন্য সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার।.
এ বিষয়ে ঠাকুরগাঁও গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী এমকেএম নুরুল হাসান বলেন, পরিদর্শন করে দেখেছি মসজিদের বিভিন্ন অংশে ফাটল ধরেছে। এটা নিয়ে জনগণের আতঙ্কিত হওয়ার কিছু নেই। এই ভবনটির দায়িত্বে যেহেতু আমরা আছি অবশ্যই সুন্দরভাবে মসজিদটির কাজ সম্পন্ন করে হস্তান্তর করা হবে।.
উল্লেখ্য, ২০২১ সালের ১০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে নির্মিত ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র একযোগে উদ্বোধন করেন। .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: