বিশ্বনাথ প্রতিনিধিঃ বিশ্বনাথের খাজাঞ্চী- কামালবাজার পাকা রাস্তা সংস্কার কাজ চলতি বছরে সূচনা করে নিয়ন এন্টারপ্রাইজ নামের সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান। কাজ চলছে কচ্ছপ গতিতে। কাজের মান নিয়ে উঠছে আলোচনা সমালোচনা। নিম্ন মানের ইট-কংক্রিট, বিটুমিনের বদলে জ্বালানো মবিল ও নির্ধারিত পরিমাপে হচ্ছে না পিচঢালাই এসব বিস্তর অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। ধীরগতির কারণে নির্দিষ্ট সময়ে শেষ হবে না কাজ এমনটাই বলছে বাস্তবতার চিত্র। .
.
ফলে পূর্বের মতই উক্ত রাস্হায় জনচলাচলে চরম দূর্ভোগ পোহাতে দেখা যায় এলাকাবাসীকে । এ নিয়ে অত্র এলাকার অধিবাসীদের মধ্যে নানান কথা উঠেছে। স্বরজমিনে গিয়ে শোনা যায় এলাকার অধিবাসীরা সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের ডাক দেওয়ার প্রস্তুতি নিবেন অচিরেই। অনেকেই সিলেট ২ সংসদীয় আসনের এমপি মোকাব্বির খাঁনকে দোষারোপ করছেন। .
.
এ নিয়ে অলংকারি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রামধানা গ্রামের মরহুম সরফরাজ আলী সফা মিয়ার দ্বিতীয় সন্তান, যুক্তরাজ্য বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি ও অলংকারি ইউনিয়ন ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট ট্রাস্টের প্রতিষ্ঠাকালীন সভাপতি আওয়ামী লীগ নেতা বিশ্বনাথ থেকে খাজঞ্চী সড়কের এমন বেহাল অবস্হা দেখে চরম ক্ষোভ প্রকাশ করেন। তিনি এমপি মোকাব্বির খাঁনকে একজন অযোগ্য এমপি হিসাবে মত প্রকাশ করে বলেন, তিনির যদি কাজ করার ক্ষমতা নেই তাহলে এ কাজে তিনি ঠিকাদারী প্রতিষ্ঠান দিয়ে রাস্তাকে এদিক সেদিক কেন করালেন? এম এ মল্লিক অবিলম্বে রাস্তার কাজ সমাপ্তি করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।.
.
রাস্তা সংস্কার কাজের নানান অনিয়ম ও ধীরগতির কারণ জানতে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে একাধিক বার মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা ফোন রিসিভ করেন নাই। .
.
এব্যাপারে বিশ্বনাথ উপজেলা প্রকৌশলী আবু সাইদ জানিয়েছেন এবছর ডিসেম্বর মাসে কাজ শেষ হওয়ার কথা থাকলেও জানুয়ারী নাগাদ শেষ হবে। কাজের নিম্ন মান নিয়ে তিনি অভিযোগ প্রত্যাখান করে বলেন, কাজ ঠিকমত হচ্ছে, কেউতো কোন অভিযোগ করে নাই।.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: