ডিএনসি চট্টগ্রাম গোয়েন্দা'র , ০১ টি মামলা দায়েরঃ ২১ ডিসেম্বর ২০২১ গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, চট্টগ্রামের উপপরিচালক Humayun Kabir Khondakar এর সার্বিক তত্ত্বাবধানে এবং উপ পরিদর্শক মোহাম্মদ টিপু সুলতান এর নেতৃত্বে ডিএনসি চট্টগ্রাম গোয়েন্দার একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার হতে চট্টগ্রাম শহরে ইয়াবা পাচারকালে ৩,৭৫০(তিন হাজার সাতশত পঞ্চাশ) পিস মিথাইল এ্যামফিটামিন মিশ্রিত মাদকদ্রব্য ইয়াবা সহ ০২ জন মাদক পাচারকারীকে হাতেনাতে গ্রেফতার করে।.
উপজাতি আসামীরা হলেন ১) রুপন চাকমা (২৩) , পিতাঃ মৃত চিংচিগ্যা চাকমা , ২) কালং চাকমা (২৫),পিতা- মৃত কালাসি, স্ত্রী- মালাসিং উভয়ের স্থায়ী সাং - মোছারখোঁলা, পালংখালী ইউপি, থানাঃ উখিয়া , জেলাঃ কক্সবাজার। তাদের বেলা -১১:১৫ ঘটিকায় চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও থানাধীন আরাকান সড়ক এলাকায় আসামী রুপন চাকমা (২৩) কে ২,০০০ (দুই হাজার) পিস এবং কালুং চাকমাকে ১,৭৫০ পিস মিথাইল এ্যামফিটামিন মিশ্রিত ইয়াবা সহ মোট ৩,৭৫০ (তিন হাজার সাতশত পঞ্চাশ) পিস ইয়াবাসহ সহকারে হাতেনাতে গ্রেফতার করে। .
চট্টগ্রাম ডিএনসি গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিদর্শক মোহাম্মদ টিপু সুলতান বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে ইয়াবা সংরক্ষণ ও ধারনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও থানায় একটি নিয়মিত মামলা দায়ের করে। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।. .
ডে-নাইট-নিউজ / দিদারুল আলম জিসান
আপনার মতামত লিখুন: