• ঢাকা
  • সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

আজ অন্তর্বতী সরকারের শপথ গ্রহণ


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৮ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১:১৯ এএম;
আজ, অন্তর্বতী, সরকার, শপথ, গ্রহণ,
আজ অন্তর্বতী সরকারের শপথ গ্রহণ

ড. মুহাম্মদ ইউনুস আজ দুপুরে ঢাকায় পৌছাবেন। অন্তর্বতী সরকারের শপথ আজ ৮ই আগস্ট রোজ বৃহস্প্রতিবার রাত ৮ ঘটিকার মধে বঙ্গভবনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি আরো জানান যে অন্তর্বর্তী সরকার গঠনের ব্যপারে রাষ্ট্রপতি ছাড়াও রাজনৈতিক দল ও ছাত্রদের সঙ্গে আলোচনা করে সবার সম্মতিক্রমে ড. মুহাম্মদ ইউনুস কে প্রধান করে এই সরকার গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তিনি এ ও জানান যে আজ ড. মুহাম্মদ ইউনুস দেশে ফিরবেন। সেনাবাহিনীপ্রধান নিজে তাকে বিমানবন্দরে রিসিভ করবেন। অন্তর্বতী সরকার গঠনে আপাতত ১৫ জন সদস্য থাকতে পারেন ও শপথ অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের প্রায় ৪০০ জন উপস্থিত থাকবেন। আশা করা যায় আজ রাত আট ঘটিকার মধ্যে অন্তর্বতী সরকার গঠনের শপথ অনুষ্ঠিত হবে।.

 .

 .

 .

 .

 .


৭ই আগস্ট রোজ বুধবার সেনাবাহিনী প্রধান ব্রিফিং এ সকল বিষয় জানান। সেনা প্রধানের পাশে এ সময় উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান। সেনাপ্রধান সকলকে জানান যে, সারাদেশে অনেক ধরণের গুজব ছড়িয়ে পড়েছে, নিশ্চিত না হয়ে কোন গুজব ছড়াবেন না সাথে কোন গুজবে কান দিবেন না। তিনি আরো বলেন যে সারাদেশে পুলিশ পূর্ণগঠনের কাজ চলমান। আশা করা যায় খুব তারাতারি সব ঠিক হয়ে যাবে। পুলিশ বাহিনী অনেক বড় বাহিনী। পুলিশের কাজ সেনাবাহিনী দিয়ে করা কঠিন। সারাদেশে লুটরাজ, ডাকাতি চলছে খুব তারাতারি এগুলো বন্ধ করা হবে। যারা এই লুটরাজ, ডাকাতির সাথে যুক্ত সকলকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে সেনা, বিমান ও নৌবাহিনী সাহায্য করবেন।.

 .

 .

 .

 .

 .


শিক্ষার্থীদের উদ্দেশ্যে সেনা প্রধান বলেন। সারাদেশে পুলিশ না থাকায় শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। তারা দেশের ময়লা আবর্জনা পরিষ্কার করছে। দেশের অনেক জায়গায় পাহারা দিচ্ছে ও অনেক জায়গায় নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করছে। তাদের প্রতি আমি চির কৃতজ্ঞ। ডাকাতি, লুটরাজ  দুঃখ প্রকাশ করেন ও বলেন যে দেশের সকল কিছু ঠিক হয়ে যাবে।.

.

ডে-নাইট-নিউজ /

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ