• ঢাকা
  • শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

আমরা করব জয় সমাজকল্যাণ সংস্থার পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ০৭ ফেরুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৩:৩৮ পিএম;
আমরা করব জয় সমাজকল্যাণ সংস্থার পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম
আমরা করব জয় সমাজকল্যাণ সংস্থার পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম

দিনাজপুরের ফুলবাড়ীতে দুইদিন ব্যাপী অনুষ্ঠান শেষে বিরাট মাঠজুড়ে পড়ে থাকা ময়লা আবর্জনা নিজেরাই পরিষ্কার করে দিয়েছেন সামাজিক ও মানবিক সংগঠন ‘আমরা করব জয় সমাজকল্যাণ সংস্থা’র সদস্যরা।.

গত ৪ ও ৫ ফেব্রুয়ারি দুইদিন ব্যাপী ছিল সংস্থাটির আত্মপ্রকাশের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবসহ বর্ষপূর্তি উৎসব। এ দুদিনে সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শহিদ মিনার মাঠে সমাগম ঘটেছিল প্রায় ১০ হাজারেরও অধিক বিভিন্ন বয়সী নারী-পুরুষের। বসেছিল পিঠাসহ বিভিন্ন খাবারের দোকান। সেসব খাবারের ময়লা আবর্জনা পড়েছিল পুরো মাঠ জুড়ে। অনুষ্ঠান শেষে সবাই চলে গেলেও পড়েছিল ময়লা আবর্জনা।.

সেসব ময়লা আবর্জনা নিজেরাই পরিষ্কার করে দেন সংস্থাটির সদস্যরা। পরিস্কার কার্যক্রমে ছিলেন সংস্থাটির প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক প্লাবন শুভ, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, সদস্য আরিয়ান বাবু, সদস্য তুষার ও সহযোগী সদস্য টুটুল রায় প্রমুখ।.

সংস্থাটির প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক প্লাবন শুভ বলেন, আমরা সামাজিক ও মানবিক কাজগুলো করে থাকি। আমাদের বর্ষপূর্তি উপলক্ষে সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শহিদ মিনার মাঠে বসেছিল উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব। হাজারো মানুষের সমাগমে মাঠ জুড়ে পড়েছিল খাবারের প্লেট, চামচসহ টিস্যু, পলিথিনসহ বিভিন্ন ময়লা-আবর্জনা। যেহেতু আমরা স্বচ্ছ ও পরিস্কার পরিচ্ছন্ন সমাজ বিনির্মাণে কাজ করছি এবং নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম চালিয়ে আসছি তারই ধারাবাহিকতায় আমরা নিজেরাই অনুষ্ঠান শেষে পুরো মাঠে পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করি। . .

ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ