• ঢাকা
  • শুক্রবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

আলোকিত ফ্রেন্ডশিপ ক্লাব ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ ফেরুয়ারী, ২০২২ খ্রিস্টাব্দ, ১০:৩৭ এএম;
আলোকিত ফ্রেন্ডশিপ ক্লাব ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন
আলোকিত ফ্রেন্ডশিপ ক্লাব ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

কক্সবাজার জেলার মানবিক সদস্য নিয়া গঠিত অরাজনৈতিক ও সেচ্ছাসেবী-রক্তদান ও সেবামূলক সংগঠন আলোকিত ফ্রেন্ড শিপ ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি আনুষ্ঠানিক ভাবে গঠন করা হয়েছে। সকলের সম্মতিক্রমে মো.সালাহ উদ্দিন কে প্রতিষ্ঠাতা সভাপতি ও ফয়সাল ইবনে দোহা কে সভাপতি - হারুন রশীদ কে সাধারন সম্পাদক এবং মো.মিনার উদ্দিন কে সাংগঠনিক সম্পাদক করে ৫৫ সদস্য কমিটি ঘোষণা করা হয়। উখিয়া প্রেস ক্লাবে উপদেষ্টা মহোদয় গণ ও প্রতিষ্ঠাতা সভাপতি সাক্ষরে আলোচনার মধ্য দিয়ে কমিটি গঠন করা হয়।.

এদিকে অরাজনৈতিক ও সেচ্ছাসেবী সংগঠন ’আলোকিত ফ্রেন্ড শিপ ক্লাবের' অন্যতম অঙ্গীকার হচ্ছে মাদক, সন্ত্রাস মুক্ত সমাজ গঠনসহ পরিবেশ সচেতনতা, সামাজিক কু-সংস্থার দুর করণ ও দূর্নীতিমুক্ত সমাজ গঠন করা।.

সংগঠনের কমিটি গঠনকালে নব-গঠিত কমিটির সভাপতি ফয়সাল ইবনে দোহা বলেন, আমরা চাই৷ কক্সবাজার জেলার যুব সমাজকে নিয়ে সমাজের ভাল কিছু কাজ করতে বদ্ধপরিকর। সকলের সহযোগিতায় সমাজ থেকে মাদক নির্মূলের কাজ করে যাবো।.

সাধারণ সম্পাদক হারুন রশীদ বলেন আমাকে মানবতার কাজে লিপ্ত করার কারণে অসংখ্যা ধন্যবাদ জানাই সংগঠন কতৃপক্ষ কে কিছু দিন আগে ও রোহিঙ্গা কুতুপালং ক্যাম্পে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিস এর সাথে বিশেষ ভুমিকা রেখেছিলাম একঝাঁক মানবতার সৈনিকরা এবং কয়েক দিন আগেও দৈনিক আমাদের কক্সবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছি আমাদের ক্লাবের পক্ষ থেকে আমার নেতৃত্বে মাক্স বিতরণ করেছিলাম। আপনাদের সহযোগীতাই অসহায় জনগণের পাশে দাঁড়াব ইনশাআল্লাহ .

সাংগঠনিক সম্পাদক মিনার উদ্দিন বলেন, অরাজনৈতিক ও সেচ্ছাসেবী সংগঠন অন্যতম ভূমিকা থাকবে মাদক মুক্ত সমাজ, নিরক্ষরতা এবং সামাজিক কু-সংস্থার দুর করা। বিশেষ করে আলোকিত ফ্রেন্ড শিপ ক্লাবের সকলের সহযোগিতা কামনা করেন তিনি।.

এই সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দগণ ও সাংবাদিক বৃন্দগণ ও অত্র সংগঠনে উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা গণ সহ প্রমুখ। .

আলোকিত ফ্রেন্ড শিপ ক্লাবের ২০২২সালের ৫১ বিশিষ্ট কার্য নির্বাহী কমিটির তালিকা।.

১. *সভাপতি.ফয়সাল ইবনে দোহা*  .

২.সিনিয়ার সহ-সভাপতি. মো.ইসমাইল উদ্দিন.

৩.সহ-সভাপতি-মেহের জামাল.

৪.সহ--সভাপতি.হারুন উর রশীদ.

৫. *সাধারণ সম্পাদক _ হারুন অর রশিদ খোকন* .

৬.যুগ্ন সাধারণ সম্পাদক _ সৈয়দুল বশর.

৭.যুগ্ন সাধারণ সম্পাদক_ কালাম শাহ.

৮ *.সাংগঠনিক সম্পাদক _ মিনার উদ্দিন* .

৯..যুগ্ন সাংগঠনিক সম্পাদক_আবু হুরায়রা.

১০ *.অর্থ সম্পাদক _আবদুল্লাহ আল নোমান* .

১১.যুগ্ন অর্থ সম্পাদক_দেলোয়ার হোসেন.

১২.দপ্তর সম্পাদক _মোক্তার হোসেন.

১৩.যুগ্ন দপ্তর সম্পাদক_ মোঃ ইলিয়াস.

১৪.প্রচার ও প্রকাশনা সম্পাদক -রাশেদুল আলম রাশেদ.

১৫.যুগ্ন প্রচার ও প্রকাশনা সম্পাদক_  আবুল ফয়েজ রহি.

১৬. উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক_ মোঃ জোহার.

১৭.শিক্ষা বিষয়ক সম্পাদক-মাও: ওমর ফারুক.

 .

১৮.সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক. তৌহিদ কাইয়ুম ফাহিম.

১৯. সমাজ কল্যাণ সম্পাদক :-হামিদুর রহমান.

২০. তথ্য ও প্রযুক্তি সম্পাদক -আব্দুর রহমান.

২১. পাঠাগার বিষয়ক সম্পাদক-মো:-ইসমাঈল.

২২. উপ তথ্য ও প্রযুক্তি সম্পাদক_ সোলতান মোঃ রিদুয়ান.

২৩.ক্রীড়া সম্পাদক -রেয়াজুর রহমান.

২৪.আইন বিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট মাহববু রহমান.

২৫.ছাত্রী বিষয়ক সম্পাদক _ইয়াছমিন আক্তার.

২৬:ছাত্রী বিষয়ক সম্পাদক_ জান্নাতুল ফেরদৌস.

২৭.ত্রাণ ও দূর্যোগ সম্পাদক মোঃ আবদুল্লাহ.

২৮.পরিবেশ সম্পাদক .

:- এনামুল হক.

২৯.স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক:-মো: আবছার.

৩০. উন্নয়ন সম্পাদক :- হাফেজ মাওলানা আবদুল্লাহ.

৩১.মানব সম্পাদক _সালাহ উদ্দিন.

৩২.উপ মানব সম্পাদক_ সাদ্দাম হোসেন.

৩৩.ধর্ম সম্পাদক _হাফেজ আবদুল মজিদ.

৩৪.নুরুল আবছার.

৩৫.শাহাদাত হোসেন.

৩৬.মঈন উদ্দিন ফারুক.

৩৭.আশেক ইলাহি.

৩৮.নুরুল আবছার (২).

৩৯.খাইরুল আমিন রিফাত.

৪০.হেলাল উদ্দিন.

৪১.সাইফুল ইসলাম শাহীন.

৪২.সৈয়দ হোসেন.

৪৩.নুরুল হাকিম.

৪৪.সারাফতুল ইসলাম.

৪৫.আবদুল্লাহ আল নোমান.

৪৬.আব্দুল্লাহ আল মামুন.

৪৭.মো:- রাশেল.

৪৮.নুরুল কবির.

৪৯.রবিউল ইসলাম সম্রাট.

৫০.রবিউল ইসলাম.

৫১.নাছিম উদ্দিন সোহেল.

৫২.তারেক মাহমুদ.

৫৩.নুর আশিক মোঃ.

৫৪.মনু আলম. .

ডে-নাইট-নিউজ / ইমরান উদ্দীন স্টাফ রিপোর্টার,, 

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ